হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ কালীঘাট মন্দিরের পুরোহিতদের সংগঠনের

কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ঢোকা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানালো মন্দিরের পুরোহিতদের সংগঠন। কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা। দেশের সর্বোচ্চ আদালত, ইতিমধ্যেই সব পক্ষকেই নোটিস জারি করেছে।

Updated By: May 15, 2012, 09:02 PM IST

কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ঢোকা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানালো মন্দিরের পুরোহিতদের সংগঠন। কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা। দেশের সর্বোচ্চ আদালত, ইতিমধ্যেই সব পক্ষকেই নোটিস জারি করেছে। আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর কোনও স্থগিতাদেশ জারি করেনি সুপ্রিম কোর্ট।
কলকাতা হাইকোর্টে এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সুরভী বসু। সেই মামলায় বলা হয়েছিল যাঁরা ভক্ত তাঁরা ঠিকভাবে পুজো দিতে পারছেন না। পুলিসও তাঁদের ভূমিকা সঠিকভাবে পালন করছে না। সেই মামলার ভিত্তিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ গত সপ্তাহেই নির্দেশ দেয়, কালীঘাট মন্দিরের গর্ভগৃহে একজন পূজারী ছাড়া কেউ ঢুকতে পারবেন না। সেইসঙ্গেই কলকাতা পুলিসের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুরো বিষয়টির উপর নজরদারি করবেন। এই নির্দেশের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে মামলা করেছে পুরোহিতদের সংগঠন।

.