ওষুধের দোকানে মদ্যপ অবস্থায় ভাঙচুর চালালেন তরুণী!

খুচরো নিয়ে বচসার জেরে উত্তেজনা। ওষুধের দোকানে মদ্যপ অবস্থায় ভাঙচুর চালালেন এক তরুণী। গতকাল রাতে ঘটনাটি ঘটে হাইল্যান্ড পার্কের একটি ওষুধের দোকানে। অভিযোগ, ওষুধ বিক্রেতাকে ১০০ টাকা খুচরো দিতে বলেন ওই তরুণী। খুচরো করেও দেন দোকানদার। কিন্তু এরপর ওষুধ কিনে দাম না দেওয়ায় বিবাদ বাধে। দোকানের ফোন, ক্যালকুলেটর থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী ভাঙচুর করেন ওই তরুণী। অভিযোগ, ওই সময় তরুণী অপ্রকৃতিস্থ ছিলেন। পরে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামাল দেয় সার্ভে পার্ক থানার পুলিস। যদিও এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি।

Updated By: Aug 2, 2016, 09:48 AM IST
ওষুধের দোকানে মদ্যপ অবস্থায় ভাঙচুর চালালেন তরুণী!

ওয়েব ডেস্ক: খুচরো নিয়ে বচসার জেরে উত্তেজনা। ওষুধের দোকানে মদ্যপ অবস্থায় ভাঙচুর চালালেন এক তরুণী। গতকাল রাতে ঘটনাটি ঘটে হাইল্যান্ড পার্কের একটি ওষুধের দোকানে। অভিযোগ, ওষুধ বিক্রেতাকে ১০০ টাকা খুচরো দিতে বলেন ওই তরুণী। খুচরো করেও দেন দোকানদার। কিন্তু এরপর ওষুধ কিনে দাম না দেওয়ায় বিবাদ বাধে। দোকানের ফোন, ক্যালকুলেটর থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী ভাঙচুর করেন ওই তরুণী। অভিযোগ, ওই সময় তরুণী অপ্রকৃতিস্থ ছিলেন। পরে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামাল দেয় সার্ভে পার্ক থানার পুলিস। যদিও এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি।

.