বকেয়া ডিএর ইস্যুতে আগামিকাল বিধানসভা অভিযান কোঅর্ডিনেশন কমিটি

বকেয়া ডিএ, যখন তখন বদলি সহ একগুচ্ছ অভিযোগে আগামিকাল বিধানসভা অভিযান করবে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। তাদের অভিযোগ, এখনও বকেয়া রয়েছে সরকারী কর্মীদের ৩৮ শতাংশ ডিএ।

Updated By: Nov 26, 2013, 06:51 PM IST

বকেয়া ডিএ, যখন তখন বদলি সহ একগুচ্ছ অভিযোগে আগামিকাল বিধানসভা অভিযান করবে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। তাদের অভিযোগ, এখনও বকেয়া রয়েছে সরকারী কর্মীদের ৩৮ শতাংশ ডিএ।

তা আদৌ মিলবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। অভিযোগ আন্দোলন করলেই বদলি করা হচ্ছে সরকারি কর্মীদের। বদলির ক্ষেত্রে মানা হচ্ছে না কোনও নিয়ম। কোঅর্ডিনেশন কমিটির অভিযোগ, রাজ্য সম্মেলনের জন্য তারা যে ফেস্টুন লাগিয়েছিলেন তাও খুলে দেওয়া হয়। এসবেরই প্রতিবাদে আগামিকাল রানি রাসমনিতে জমায়েত করবেন তারা। তারপর বিধানসভা অভিযান হবে। কোঅর্ডিনেশন কমিটির অভিযোগ এবিষয়ে বিধানসভার অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সময় দেননি।

.