সারদা- বিক্ষোভে উত্তাল বিধানসভা, ওয়াকআউট বামেদের

নিউটাউনের নাম জ্যোতি বসু নগর না করায় বিধানসভায় ক্ষোভে ভেটে পড়লেন বামেরা। সারদাকাণ্ডে মুলতুবি প্রস্তাব চেয়ে বিধানসভা থেকে ওয়াকআউট করল বামেরা। তাদের বক্তব্য ছিল, তৃণমূল সাংসদ কুণাল ঘোষ মুখ্যমন্ত্রী সহ যে বারো জনের নামে অভিযোগ তুলেছেন তাঁদের জেরা করা হচ্ছে না কেন।

Updated By: Nov 26, 2013, 03:10 PM IST

নিউটাউনের নাম জ্যোতি বসু নগর না করায় বিধানসভায় ক্ষোভে ভেটে পড়লেন বামেরা। সারদাকাণ্ডে মুলতুবি প্রস্তাব চেয়ে বিধানসভা থেকে ওয়াকআউট করল বামেরা। তাদের বক্তব্য ছিল, তৃণমূল সাংসদ কুণাল ঘোষ মুখ্যমন্ত্রী সহ যে ১২ জনের নামে অভিযোগ তুলেছেন তাঁদের জেরা করা হচ্ছে না কেন।
একইসঙ্গে সুপ্রিম কোর্টের তত্বাবধানে সিবিআই তদন্তের দাবি জানায় বামেরা। মুলতুবি প্রস্তাব খারিজ করে দেন অধ্যক্ষ। তিনি বলেন, সারদাকাণ্ডে ইতিমধ্যেই কমিটি তৈরি করেছে সরকার। কাজও করছে ওই কমিটি। এরপরেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম বিধায়করা। বিধানসভা থেকে ওয়াকআউট করেন তাঁরা। 
বাম বিধায়করা বলেন, সারদা কেলেঙ্কারিতে ইতিমধ্যেই তৃণমূলের সাংসদ গ্রেফতার হয়েছেন৷ রাজ্যের একাধিক নেতা, মন্ত্রীর নামও উঠেছে৷

.