EXCLUSIVE: নারদা তদন্তে গতি, ম্যাথু স্যামুয়েলকে তলব সিবিআইয়ের

প্রায় তিন বছর পর নারদাকাণ্ডে গতি আনতে চলেছে সিবিআই। আগামী সোমবার সকাল ১০.৩০ টায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। 

Updated By: Sep 12, 2023, 05:01 PM IST
EXCLUSIVE: নারদা তদন্তে গতি, ম্যাথু স্যামুয়েলকে তলব সিবিআইয়ের
নিজস্ব ছবি

মৌপিয়া নন্দী: ফের নারদা তদন্তে গতি আনছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার নারদাকাণ্ডে (Narada Case) ম্যাথু স্যামুয়েলকে তলব করল সিবিআই। আগামী সোমবার সকাল ১০.৩০ টায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় তিন বছর পর নারদাকাণ্ডে গতি আনতে চলেছে সিবিআই। যখন কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে বিরোধী বা রাজনৈতিক দল এজেন্সিকে ব্যবহার করার অভিযোগ এনেছে। তখন এ সবের মধ্যেই এবার ম্যাথু স্যামুয়েলকে তলব করা হয়েছে। বেশ কিছু প্রশ্নের উত্তর তাঁর কাছ থেকে সিবিআই জানতে চায়। 

আরও পড়ুন, West Bengal Government: বিদেশ যেতে যেতেই প্রশাসনে বিরাট রদবদল মমতার, বদলে গেল বহু জেলাশাসক!

সারদা-কাণ্ডের পর ২০১৬ সাল থেকে রাজ্য রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয় নারদ স্টিং অপারেশন। ২০১৪ সালে সাংবাদিক ম্যাথু স্যামুয়েল ব্যবসায়ীর ছদ্মবেশে রাজ্যে এসেছিলেন। ব্যবসায়িক সুবিধার অছিলায় তৃণমূলের বেশ কয়েক জন নেতা-নেত্রী ও পুলিস কর্তার হাতে রাশি রাশি টাকা 'ঘুষ' হিসেবে তুলে দেন। সেই ছবি ওঠে গোপন ক্যামেরায়। পরে তা ফাঁস করেন ২০১৬ সালের বিধানসভা ভোটের মুখে।

এর আগেও নারদা কর্তাকে তলব করেছিল সিবিআই। নেতা-নেত্রীদের দেওয়া সেই টাকা তিনি কীভাবে পেয়েছিলেন জানতে চেয়েছিল তদন্তকারীরা। ম্যাথু দাবি করেছিলেন, গোপন ক্যামেরায় অভিযানের নির্দেশ দিয়েছিলেন সংবাদ-মাধ্যম তেহলকার তৎকালীন কর্ণধার কেডি সিং। ইডি-সিবিআই জেরায় একই কথা বলেছিলেন ম্যাথু। তাঁদের মুখোমুখি বসিয়ে জেরাও করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

প্রসঙ্গত, নারদা কর্তার ভিডিয়োতে টাকা নিতে দেখা গিয়েছিল ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মুকুল রায়, সুলতান আহমেদ, শুভেন্দু অধিকারী, সৌগত রায়দের। এর আগেও নারদা কর্তা ম্যাথুকে তলব করেছিল সিবিআই। কিন্তু তিনবছর পর কেন? সামনেই লোকসভা নির্বাচন, তাই কি কেন্দ্রীয় সংস্থার তৎপরতা? 

আরও পড়ুন, ভুয়ো সরকারি ওয়েবসাইটে তৈরি জন্ম-মৃত্যুর জাল শংসাপত্র! প্রতারণার পর্দাফাঁস...

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.