SSC: 'কোথায় ১৮ হাজার শূন্যপদ'? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

 'বিচারব্য়বস্থাকে বারবার রাজনীতির ময়দানে টেনে নামানো হচ্ছে। এটা আমি চাই না', পর্যবেক্ষণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।  

Updated By: Jul 25, 2022, 05:55 PM IST
 SSC: 'কোথায় ১৮ হাজার শূন্যপদ'? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

অর্ণবাংশু নিয়োগী: 'কোথায় ১৮ হাজার শূন্যপদ'? স্কুলশিক্ষা দফতরকে ২৯ জুলাইয়ের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, 'এটা যদি সত্যি হয়, তাহলে আমি বাধা দূর করব। যদি সত্যি না হয়, তাহলে কিছু পর্যবেক্ষণ দেব'।

রাজ্য়ে শিক্ষক নিয়োগে 'দুর্নীতি'। মামলা চলছে হাইকোর্টে। আদালতের নির্দেশে চাকরি গিয়েছে খোদ স্কুলশিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরশ অধিকারীর মেয়ের। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমেছে সিবিআই। শুধু তাই নয়, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। 'মন্ত্রী ঘনিষ্ঠ'  অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়িতে উদ্ধার হয়েছে নগদ ২১ লক্ষ টাকা! 

আরও পড়ুন: Partha Chatterjee: সমস্যা ক্রনিক হলেও তেমন গুরুতর নয়, ভুবনেশ্বর এইমস থেকে আজই ছাড়া হচ্ছে পার্থকে

এদিন হাইকোর্টে মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এমনকী, নিজে কানেও শুনেছি যে, রাজ্যে নাকি ১৮ হাজার শূন্য় পদ তৈরি হয়েছে। কিন্তু হাইকোর্টের রায়ের কারণে চাকরি দেওয়া যাচ্ছে না'। সরকারি আইনজীবীর কাছে জানতে চান, 'রাজ্যে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নবম-দশম শ্রেণি ও মাদ্রাসা, কোথায় কত শূন্য পদ তৈরি হয়েছে? আদালতের কোনও রায়ের জন্যই চাকরি দেওয়া হচ্ছে না'? মৌখিক উত্তর নয়, স্কুলশিক্ষা দফতরকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন তিনি। সঙ্গে পর্যবেক্ষণ, 'বিচারব্য়বস্থাকে বারবার রাজনীতির ময়দানে টেনে নামানো হচ্ছে। এটা আমি চাই না'।

আরও পড়ুন: Arpita Mukherjee, Partha Chatterjee: ৬ কোম্পানির মালকিন অর্পিতা! পার্থর বাড়িতে বাজেয়াপ্ত জমি-বাড়ি-কোম্পানির দলিল

এর আগে, একুশের জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন, 'রাজ্যে ১৭ হাজার শিক্ষকের পদ তৈরি হয়ে আছে। কিন্তু হাইকোর্টে মামলা চলছে। তাই চাকরি হচ্ছে না'। এমনকী, বাম আমলে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগও করেন তিনি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.