রাতের শহরে বাইক দৌরাত্ম্যে গুরুতর জখম তিন পুলিসকর্মী

রাতের শহরে বাইক দৌরাত্ম্যে গুরুতর জখম তিন পুলিসকর্মী। গতকাল রাতে যাদবপুর থানা এলাকায় নাকা তল্লাশির সময় ঘটনাটি ঘটে। গল্ফগ্রীনের কাছে হেলমেট ছাড়া যাওয়ায় দুটি মোটর সাইকেলে ছয়জন আরোহীকে আটক করেন কর্তব্যরত পুলিসকর্মীরা।  অভিযোগ দুই কন্সস্টেবলকে ইচ্ছাকৃত ধাক্কা মারে বাইকআরোহীরা। বাইক দুটিকে ধাওয়া করেন সাব ইন্সপেক্টর অরিন্দম পাণ্ডা।অভিযোগ বাইক ঘুরিয়ে পাল্টা আক্রমণ চালায় বাইক আরোহীরা। গুরুতর আহত হন অরিন্দম পাণ্ডা। তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিস।

Updated By: Aug 9, 2015, 07:32 PM IST

ওয়েব ডেস্ক: রাতের শহরে বাইক দৌরাত্ম্যে গুরুতর জখম তিন পুলিসকর্মী। গতকাল রাতে যাদবপুর থানা এলাকায় নাকা তল্লাশির সময় ঘটনাটি ঘটে। গল্ফগ্রীনের কাছে হেলমেট ছাড়া যাওয়ায় দুটি মোটর সাইকেলে ছয়জন আরোহীকে আটক করেন কর্তব্যরত পুলিসকর্মীরা।  অভিযোগ দুই কন্সস্টেবলকে ইচ্ছাকৃত ধাক্কা মারে বাইকআরোহীরা। বাইক দুটিকে ধাওয়া করেন সাব ইন্সপেক্টর অরিন্দম পাণ্ডা।অভিযোগ বাইক ঘুরিয়ে পাল্টা আক্রমণ চালায় বাইক আরোহীরা। গুরুতর আহত হন অরিন্দম পাণ্ডা। তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিস।

এই ঘটনায় ফের রাজ্যে পুলিসের অসহায়তা ফুটে উঠল। এর আগে ট্রাফিক অনিয়মে পুলিসকে কথনও চপেটাঘাত, কথনও হেনস্তা আবার নিজের প্রাণ বাঁচাতে টেবিলের তলায় লুকোতে হয়েছে আমাদের রাজ্যের পুলিসকে। আবার বারবার অভিযোগ উঠেছে শাসকদলের হয়ে কাজ করতে।

.