Abhishek Banerjee: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে তলব ইডি-র

অভিষেকের কাছ থেকে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত কিছু তথ্য জানতে চান তদন্তকারীরা। খবর ইডি সূত্রের।

Updated By: Jun 8, 2023, 08:07 PM IST
Abhishek Banerjee: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে তলব ইডি-র

বিক্রম দাস: সিবিআইয়ের পর এবার ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। কবে? মঙ্গলবার, ১৩ জুলাই। ইডি সূত্রে খবর, অভিষেকের কাছ থেকে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত কিছু তথ্য জানতে চান তদন্তকারীরা।

ঘটনাটি ঠিক কী? নিয়োগ দুর্নীতির মামলায় এখন ইডি-র হেফাজতে কুন্তল ঘোষ। গত ৬ এপ্রিল ধৃতকে যখন আলিপুর আদালতে পেশ করা হয়, তখন বিচারক একটি চিঠি দেন কুন্তল। চিঠিতে তাঁর অভিযোগ, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম বলানোর জন্য চাপ দিচ্ছেন তদন্তকারীরা'। কেন? সিবিআই ও ইডি-কে তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

নবজোয়ার কর্মসূচিতে অভিষেক তখন বাঁকুড়ায়। কুন্তল ঘোষ চিঠি মামলায় কলকাতায় তাঁর বাড়িতে নোটিশ পাঠায় সিবিআই। নবজোয়ার থামিয়ে শহরে ফেরেন অভিষেক। ২০ মে নিজাম প্যালেসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ম্যারাথন জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেই এবার ডায়মন্ড হারবারের সাংসদকে তলব করল ইডি।

কী প্রতিক্রিয়া তৃণমূলের? দলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, 'এটা মরিয়া হয়ে বিজেপি করছে। দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে, সমস্ত মুখোশ খুলে যাচ্ছে। অভিষেকের নবজোয়ার যাত্রা যেভাবে সারা বাংলায় ঝড় তুলেছে, ওকে তলব করা, ওর স্ত্রীকে হয়রান করা, কনভয়ে হামলা।

আরও পড়ুন: Rujira Banerjee: ৪ ঘণ্টার জিজ্ঞাসাবাদ, বেরিয়ে এসে কী বললেন রুজিরা?

এর আগে, কলকাতা বিমানবন্দরেই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরিয়েছিল ইডি। আজ, শুক্রবার কয়লা পাচার মামলায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল সিজিও কমপ্লক্সে। এদিন ৪ ঘণ্টা ধরে অভিষেক ঘরনীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.