Bangladesh: বদলের বাংলাদেশে ভারত থেকে চাল আমদানিতে মিলল ছাড়পত্র!‌

Bangladesh: ঢাকায় ঢাকায় সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে বৈঠর হয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির। বৈঠক সূত্রে খবর,  ২০২৪-২০২৫ অর্থবছরে দেশের জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির ছাড়পত্র দিয়েছে  ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’।

Updated By: Nov 22, 2024, 11:18 PM IST
Bangladesh: বদলের বাংলাদেশে ভারত থেকে চাল আমদানিতে মিলল ছাড়পত্র!‌

সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে খাদ্য যোগান বাড়াতে তত্‍পর অন্তর্বর্তী সরকার। ওপেন টেন্ডার পদ্ধতিতে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন  নন-বাসমতি সেদ্ধ চাল আমদানির অনুমোদন দেওয়া হল। খরচ হবে  ২৮২ কোটি ৯৬ লাখ টাকা।

আরও পড়ুন:  Bangladesh: চাইলেই আর যাওয়া যাবে না সেন্টমার্টিন দ্বীপে! বদলের বাংলাদেশে চালু ট্রাভেল পাস নীতি..

ঢাকায় ঢাকায় সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে বৈঠর হয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির। বৈঠক সূত্রে খবর,  ২০২৪-২০২৫ অর্থবছরে দেশের জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির ছাড়পত্র দিয়েছে  ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’।

জানা গিয়েছে, ভারত থেকে সেদ্ধ চাল আমদানির জন্য ৫ টেন্ডার জমা পড়ে। সবকটি প্রস্তাবই আর্থিক ও কারিগরির দিকে রেসপনসিভ হয়। শেষে টিইসি-র সুপারিশ মেনে রেসপনসিভ সর্বনিম্ম দর দিয়েছিল যে সংস্থা, সেই  মেসার্স এসএইএল এগ্রি কমোডিটিজ লিমিটেড থেকেই চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। মেট্রিক টন প্রতি ৪৭১.৬০ মার্কিন ডলার হিসেবে ৫০ হাজার টন চাল কিনতে খরচ হবে ২ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৮২ কোটি ৯৬ লাখ টাকা। প্রতি কেজি চালের ক্রয় মূল্য ৫৬ টাকা ৫৯ পয়সা।

আরও পড়ুন: Indian Student Death: নিজের পিস্তল থেকে ছুটল গুলি! জন্মদিনেই নিহত পড়ুয়া...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.