Bengal Weather Update: ক্রমশ নামছে পারদ, মরসুমের শুরুতেই তাপমাত্রায় রেকর্ড কলকাতার! ঝঞ্ঝা উড়িয়ে শীত কি প্রবল হবে?
Bengal Winter Update: অবশেষে জমিয়ে শীত রাজ্যে। কলকাতায় ১৭ ডিগ্রি, পুরুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। মূলত পরিষ্কার আকাশ। বিকেল থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ।
অয়ন ঘোষাল: অবশেষে জমিয়ে শীতের আমেজ রাজ্যে। কলকাতায় ১৭ ডিগ্রি, পুরুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে তাপমাত্রা। মূলত পরিষ্কার আকাশ। বিকেল থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ। রাজ্য জুড়ে মনোরম আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা।
সিস্টেম
নতুন করে উত্তর-পশ্চিম ভারতে আসছে পশ্চিমি ঝঞ্ঝা। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে কোমোরিন এলাকা পর্যন্ত। পূর্ব বাংলাদেশের রয়েছে আরও এক ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। সুমাত্রা উপকূল-সংলগ্ন ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এটি নিম্নচাপে পরিণত। নিম্নচাপটি এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল।
ফিশারম্যান অ্যালার্ট
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। শ্রীলঙ্কা ও তামিলনাডু উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গে
বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম জেলায়। সপ্তাহভর শীতের আমেজ। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলায়। তবে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম।
উত্তরবঙ্গে
সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলায়। জলপাইগুড়ি কোচবিহার জেলায় কুয়াশার সম্ভাবনা। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। মূলত শুষ্ক আবহাওয়া। শীতের আমেজে মনোরম পরিবেশ। সকালে কিছুক্ষণ কুয়াশা থাকলে দিনভর পরিষ্কার আকাশের সম্ভাবনা। রবিবার সকালে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে। সোমবার সকালের দিকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।
কলকাতায়
মরসুমে এই প্রথম কলকাতায় তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে। রাতের তাপমাত্রা আরো কমল। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। বেলা বাড়লে পরিস্কার আকাশ; মনোরম আবহাওয়া। সকাল ও রাতে শীতের আমেজ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা কম। আগামী ৪/৫ দিন ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা।
কলকাতার তাপমান
আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯৫ শতাংশ।
ভিনরাজ্যে
ভারী বৃষ্টি ও অতি ভারী বৃষ্টির সতর্কতা তামিলনাড়ু পন্ডিচেরি করাইকলে। সঙ্গে হালকা ঝড়ো হাওয়া। ভারী বৃষ্টি বা প্রবল বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম কেরল মাহে ও রয়েলসীমাতে। ঘন কুয়াশার সতর্কতা রাজধানী দিল্লি চন্ডিগড় হরিয়ানা হিমাচল প্রদেশ পাঞ্জাব উত্তরাখন্ড উত্তরপ্রদেশে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)