Maharashtra Election Result 2024: মহারাষ্ট্রে বিপুল জয়ের পথে এনডিএ, মুখ্যমন্ত্রীর কুরসিতে শিন্ডে নাকি ফড়নবীস বড় চ্যালেঞ্জ বিজেপির!
Maharashtra Election Result 2024: একনাথ শিন্ডের নামটাই চলে আসছে বারবার। দেবেন্দ্র ফড়নবীস এনিয়ে সতর্ক। তিনি বলেছেন সরকার গড়ার বিষয়টি নিয়ে আলোচনা হবে। একসময় শিন্ডেকে বাধ্য হয়েই মুখ্যমন্ত্রী করতে হয়েছিল বিজেপিকে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহারাষ্ট্রে বিপুল জয়ের পথে এনডিএ। শিবসেনার শিন্ডে গোষ্ঠীর সঙ্গে জোট বেঁধে তারা কংগ্রেস, এনসিপি ও শিবসেনার অন্য গোষ্ঠীর ভোট ব্যাঙ্কে ধস নামিয়ে দিয়েছে। বিজেপি নেতৃত্বধীন এনডিএ জোট এখনওপর্যন্ত ২৮৮ আসনের মধ্যে ২২৪ আসন পাওয়ার দিকে এগচ্ছে। ম্যাজিক ফিগার ১৪৫। কংগ্রেস ও অন্যান্যরা পেতে পারে ৬৪ আসন। ফলে মহারাষ্ট্রে সরকার গঠন করছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।
আরও পড়ুন- হাজিকে 'হারিয়ে' হাড়োয়ায় রেকর্ড তৃণমূলের রবিউলের!
মহারাষ্ট্রের ফলাফলে শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরের দিকে মানুষের কোনও সহানুভুতি নেই। এনিয়ে আজব ব্যাখ্যা দিয়েছেন কংগ্রেসের সঞ্জয় রাউত। তিনি বলেছেন, এই ফলাফলের পেছনে বিজেপির বড় ষড়যন্ত্র রয়েছে।
মহারাষ্ট্র বিধানসভার যে ফলাফল তাতে এখন বড় প্রশ্ন মুখ্যমন্ত্রী হবেন কে, দেবন্দ্র ফড়নবীস নাকি একনাখ শিন্ডে? এটাই এখন এনডিএর মাথাব্যাথা। প্রায় ১২৩ আসন পেয়েছে বিজেপি। তার পরেও চিন্তা যাচ্ছে না এনডিএর। কারণ শিবসেনা ভেঙ্গে আসা একনাথ শিন্ডে ও এনসিপি ভেঙে আসা অজিত পাওয়ারকে নিয়ে ভাবনা যাচ্ছে না এনডিএর। কারণ রাজনীতিতে কোনও কিছুই অসম্ভব নয়। এরা যদি বেঁকে বসে তাহলেই বিপদ।
এরকম এক পরিস্থিতিতে একনাথ শিন্ডের নামটাই চলে আসছে বারবার। দেবেন্দ্র ফড়নবীস এনিয়ে সতর্ক। তিনি বলেছেন সরকার গড়ার বিষয়টি নিয়ে আলোচনা হবে। একসময় শিন্ডেকে বাধ্য হয়েই মুখ্যমন্ত্রী করতে হয়েছিল বিজেপিকে। কিন্তু বিভিন্ন রাজ্যে জোট বেঁধে সরকার গঠনের ক্ষেত্রে দেখা গিয়েছে জোটের শরিকদের ক্রমশ ক্ষয় হয়েছে। বিজেপি শক্তিশালী হয়েছে। মহারাষ্ট্রের ফলাফলে সেই ছবিটই দেখা যাচ্ছে। দেবন্দ্র ফড়নবীসকে মুখ্যমন্ত্রী করলে যদি শিন্ডে ও অজিত পাওয়ার বিরোধী শিবিরে চলে যান তাহলে বিজেপির বিপদ। তাই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন সেটাই এখন বড় প্রশ্ন। বিজেপির তরফ থেকে দেবেন্দ্র ফড়নবীসকে মুখ্যমন্ত্রী করার দাবি উঠেছে। এরকম এক পরিস্থিতিতে বিজেপি কী করে সেটাই দেখার।
মহারাষ্ট্রের জয় নিয়ে তৃণমূলের জয়প্রকাশ মজুমদার বলেন, মহারাষ্ট্রের এই জয় নীতীন গড়করী ও দেবেন্দ্র ফড়নবীসের যৌথ প্রচেষ্টার ফল। এটা কোনওভাবেই নরেন্দ্র মোদী ও অমিত শাহর জয় নয়। নরেন্দ্র মোদী মহারাষ্ট্রে কম গিয়েছেন। তিনি দেশের বাইরে ঘুের বেড়িয়েছেন। অন্যদিকে, মণিপুরের কারণ দেখিয়ে মহারাষ্ট্রের প্রচার থেকে সরে আসেন।
অন্যদিকে, মহারাষ্ট্রের জয় নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, মহারাষ্ট্রে খুব আরামের সঙ্গে সরকার গড়বে বিজেপি। অন্যদিকে, ঝাড়খণ্ডে একটু এদিকে ওদিক হতে পারে কিন্তু সরকার বিজেপিরই হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)