Covid 19: দৈনিক সংক্রমণ ৩০০০, ফের বাড়ছে করোনার দাপট

Covid cases: দৈনিক ইতিবাচকতার হার ২.৭ শতাংশ এবং সাপ্তাহিক ইতিবাচকতার হার ১.৭১ শতাংশ রেকর্ড করা হয়েছে।

Updated By: Mar 30, 2023, 11:00 AM IST
Covid 19: দৈনিক সংক্রমণ ৩০০০, ফের বাড়ছে করোনার দাপট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত গত ২৪ ঘন্টায় ৩,০১৬ টি নতুন কোভিড কেস রেকর্ড করেছে। এই সঙ্খ্য আগের দিনের তুলনায় ৪০ শতাংশ বেশি। দৈনিক ইতিবাচকতার হার ২.৭ শতাংশ এবং সাপ্তাহিক ইতিবাচকতার হার ১.৭১ শতাংশে রেকর্ড করা হয়েছে।

১৪ জন মৃত্যুর সঙ্গেই দেশের কোভিড-১৯ মৃত্যুর সংখ্যা বেড়ে ৫,৩০,৮৬২ হয়েছে।১৪ জনের মধ্যে তিন জন মহারাষ্ট্র, দুজন দিল্লি এবং একজন হিমাচল প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। এছাড়াও আটটি মৃত্যু কেরালা রিকন্সাইল করেছে।

আরও পড়ুন: Pharma Companies To Lose Licenses: ভারতে তৈরি হচ্ছে নিম্নমানের ওষুধ, ১৮টি সংস্থা খোয়াতে পারে লাইসেন্স

মোট সংক্রমণের ০.০৩ সতাংশ সক্রিয় সংক্রমণ বলে জানা গিয়েছে। অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে জাতীয় COVID-১৯ থেকে আরোগ্যলাভের হার ৯৮.৭৮ শতাংশ রেকর্ড করা হয়েছে।

বেশ কয়েকটি রাজ্য এই সপ্তাহে কোভিড সংক্রমণের উদ্বেগজনক বৃদ্ধি নিয়ে জরুরি বৈঠক করার পরিকল্পনা করেছে। দিল্লিতে ১৬ জানুয়ারি সংক্রমণের সংখ্যা শূন্যতে নেমে গিয়েছিল। গত ২৪ ঘন্টায় ৩০০ টি কেস রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: ৫ মাসে সর্বোচ্চ, লাফিয়ে বাড়ছে সংক্রমণ! ভয় ধরাচ্ছে দেশের করোনা পরিস্থিতি...

মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলা যেমন মুম্বই, পুনে, থানে এবং সাংলিতেও কোভিড সংক্রমণের তীব্র বৃদ্ধির খবর পাওয়া গেছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.