সাংসদরা চাইলে প্রধানমন্ত্রী হতে প্রস্তুত, জানালেন রাহুল গান্ধী

সাংসদরা চাইলে প্রধানমন্ত্রী হতে প্রস্তুত,জানালেন রাহুল গান্ধী

Updated By: Apr 23, 2014, 11:38 AM IST

নির্বাচনের পর সাংসদরা চাইলে তিনি প্রধানমন্ত্রী হতে প্রস্তুত। বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাত্কারে ইচ্ছাপ্রকাশ করলেন রাহুল গান্ধীর। কংগ্রেস সহসভাপতির দাবি তাঁর নেতৃত্বে কেন্দ্রে সরকার তৈরি হলে দেশে আমূল পরিবর্তন আনবে সেই সরকার। আম আদমির হাতে আরও ক্ষমতা তুলে আনার উপরে তাঁর সরকার জোর দেবেন বলে জানিয়েছেন রাহুল। তবে দশ বছরে ইউপিএ-এ সরকার যে কিছু ভুলও করেছে অকপটে সেকথা স্বীকার করে নিয়েছেন কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের।

এদিকে এদিন ফেরে মোদীর বিরুদ্ধে সুর চড়ালেন সোনিয়া গান্ধী। কংগ্রেস সভানেত্রী অভিযোগ করেন, মোদী বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় আসতে চাইছেন।

অন্যদিকে, রোড শো করে বারাণসী কেন্দ্রে মনোনয়ন পত্র জমা দিলেন অরবিন্দ কেরজিরওয়াল।

.