মুখ্যমন্ত্রীর উস্কানিতে প্রশ্রয় পাচ্ছে দুষ্কৃতীরা, পরের দফার নির্বাচনে নিরাপত্তা বাড়াতে কমিশনের দ্বারস্থ বিরোধীরা

পরের দফার নির্বাচনগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থার জন্য নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকের কাছে আর্জি জানালেন বিরোধী দলের প্রতিনিধিরা। কলকাতা সার্কিট হাউসে আজ সুধীর কুমার রাকেশের সঙ্গে দেখা করেন কংগ্রেস, বাম, বিজেপি এবং এসইউসিআই নেতারা।

Updated By: Apr 21, 2014, 11:10 PM IST

পরের দফার নির্বাচনগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থার জন্য নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকের কাছে আর্জি জানালেন বিরোধী দলের প্রতিনিধিরা। কলকাতা সার্কিট হাউসে আজ সুধীর কুমার রাকেশের সঙ্গে দেখা করেন কংগ্রেস, বাম, বিজেপি এবং এসইউসিআই নেতারা।

সন্ত্রাসসৃষ্টি-সহ একাধিক ইস্যুতে শাসকদলের বিরুদ্ধে বিশেষ পর্যবেক্ষকের কাছে অভিযোগ জানান তাঁরা। মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক মন্তব্যে প্রশ্রয় পাচ্ছে দুষ্কৃতীরা। তাতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে। জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও কয়েকটি জেলায় অবাধে ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশের কাছে সোমবার এই মর্মে অভিযোগ জানিয়ে বাম, কংগ্রেস-সহ বিরোধী দলের প্রতিনিধিরা পরের দফাগুলিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনেরও দাবি জানান।

ভোটারদের আস্থা অর্জনে কেন্দ্রীয় বাহিনীর ফ্ল্যাগ মার্চ ও রুট মার্চেরও দাবি জানানো হয়েছে বামেদের তরফে। রাজ্যের অবাঙালি ভোটারদের সম্পর্কে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পেপার কাটিং কমিশনের বিশেষ পর্যবেক্ষকের কাছে পেশ করা হয় বিজেপির পক্ষ থেকে। এ বিষয়ে সাংবিধানিক অধিকার লঙঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য কমিশনে আর্জি জানান বিজেপির প্রতিনিধিরা।

.