ভুল মেনে ক্ষমা চেয়ে নিলেন মনিরুল ইসলাম

উস্কানিমূলক ভাষণের জন্য নির্বাচন কমিশনের কাছে ক্ষমা চেয়ে নিলেন তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম। গত ৯ এপ্রিল বীরভূমের সাঁইথিয়ায় হরিশাড়ায় মণিরুল হুমকি দেন বিরোধী দলের কোনও সমর্থককে ভোট দিতে দেওয়া হবে না। এই মন্তব্যের জন্য মণিরুল ইসলামকে শোকজের দেন বীরভূমের জেলাশাসক। শোকজের লিখিত জবাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন মণিরুল ইসলাম। তিনি জানিয়েছেন এই ধরণের মন্তব্য আর করবেন না।

Updated By: Apr 21, 2014, 12:43 PM IST

উস্কানিমূলক ভাষণের জন্য নির্বাচন কমিশনের কাছে ক্ষমা চেয়ে নিলেন তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম। গত ৯ এপ্রিল বীরভূমের সাঁইথিয়ায় হরিশাড়ায় মণিরুল হুমকি দেন বিরোধী দলের কোনও সমর্থককে ভোট দিতে দেওয়া হবে না। এই মন্তব্যের জন্য মণিরুল ইসলামকে শোকজের দেন বীরভূমের জেলাশাসক। শোকজের লিখিত জবাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন মণিরুল ইসলাম। তিনি জানিয়েছেন এই ধরণের মন্তব্য আর করবেন না।

এদিকে, হাইকোর্টে আজ লাভপুর কাণ্ডের শুনানি। ২০১০ সালে লাভপুরের সালিশি সভায় তিন ভাইকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। আজ লাভপুর থানার ওসিকে কেস ডায়রি-সহ আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই মামলার তদন্তের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন হাই কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত।

গত ১১ এপ্রিল অ্যাডভোকেট জেনারেল হাজির না থাকায় শুনানি হয়নি। কিন্তু অভিযোগকারী সানোয়ার শেখের আইনজীবীর আবেদনে সাড়া দিয়ে সানোয়ার শেখকে পুলিসি নিরাপত্তা দেওয়ারও নির্দেশ দেন বিচারপতি।

.