বারানসী পৌঁছলেন মোদী, প্রথমে যাবেন কাশী বিশ্বনাথের মন্দির LIVE UPDATE
১২টা ১৫- কর্মী সমর্থকদের নিরলস পরিশ্রমের ফসল এই জয়। মন্তব্য মোদীর।
বিকেল ৫টা: বারানসী পৌঁছলেন নরেন্দ্র মোদী। সঙ্গে রয়েছেন রাজনাথ সিং। লোকসভা নির্বাচনে বিপুল জয়ের উচ্ছ্বাস প্রকাশ।
৪টে ২০: কিছুক্ষণের মধ্যে বারানসী বিমানবন্দরে পৌঁছবেন নরেন্দ্র মোদী।
৩টে ৪৫: বারানসীর অনুষ্ঠানে মোদীর সঙ্গে থাকছেন অমিত শাহ। মোদীর সঙ্গে একই বিমানে আসছেন শাহ।
৩টে ৩৫: বিজয় উৎসবে মানা করল বারানসী প্রশাসন। রেড কার্পেট বিছোতে মানা।
৩টে ২৫: মোদীর সঙ্গে রয়েছেন রাজনাথ সিং। তিনি টুইট করেন-
Going to Varanasi with Shri @narendramodi for 'Baba Vishwanath Darshan' and 'Ganga Aarti' in the evening.
— Rajnath Singh (@BJPRajnathSingh) May 17, 2014
৩টে ১০- দিল্লিতে বিজেপির সদর দফতরে বিজয়উৎসবের পর বারাণসীর উদ্দেশ্যে রওনা দিলেন মোদী। সঙ্গী বিজেপি প্রেসিডেন্ট রাজনাথ সিং।
১টা ৫০- ''ভারতের জনগণকে ধন্যবাদ। আমি মিডিয়ার বন্ধুদেরও ধন্যবাদ জানাতে চাই। তাঁদের চেষ্টাতেই নির্বাচনী সচেতনতা জোরদার হয়েছে।''
১টা ৪৭- রাজনাথ সিং জানালেন বিশে মে বেলা ১২টায় বিজেপির পার্লামেন্টারি পার্টি নেতা নির্বাচন করবে। এই বৈঠকের পরেই এনডিএ-এর অনান্য সহযোগী দল গুলির সঙ্গে বৈঠকে বসবে বিজেপি।
১টা ১০- বিজেপির পার্লামেন্টারি বোর্ডের প্রত্যেকে অভিন্দন জানালেন নরেন্দ্র মোদীকে। এল কে আডবাণীর নেতৃত্বে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানালো হলো দেশের ভাবী প্রধানমন্ত্রীকে।
১২টা ৪৫- বিজেপি সদর দফতরে পার্লামেন্টারি বোর্ডের বৈঠক শুরু।
১২টা ১৫- কর্মী সমর্থকদের নিরলস পরিশ্রমের ফসল এই জয়। মন্তব্য মোদীর।
১২টা- বিজেপি সদর দফতরে পৌঁছালেন মোদী। শয়ে শয়ে বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি সদর দফতরের সামনে মোদীর জয়গান করতে করতে উল্লাসে মেতেছেন। ``দিল্লিতে ফের পদ্ম ফুটেছে`` মন্তব্য মোদীর।
১১টা ৫০- কংগ্রেস হেডকোয়ার্টার ও সোনিয়া গান্ধীর বাসভবনের সামনে দিয়েই মোদী বিজেপি সদর দফতরের দিকে রওন্না দিলেন।
১১টা ২৫- হাজার হাজার সমর্থক পরিবৃত হয়ে নরেন্দ্র মোদী সরসার পাটেল রোডে প্রবেশ করলেন। তাঁর লক্ষ্য মধ্য দিল্লি।
১১টা ১০- মোদীর শোভাযাত্রা মধ্য দিল্লির দিকে রওনা দিল। পথে বেশ কিছু জায়গায় এই শোভাযাত্রা থামবে। যেখানে মোদীর অপেক্ষায় জড়ো হয়েছেন হাজার হাজার সমর্থক।