রাজ্যের চতুর্থ দফার নির্বাচন: ভোট দেবে জঙ্গলমহল ও আসানসোল

লোকসভা নির্বাচনে বুধবার রাজ্যের চতুর্থ দফার ভোটগ্রহণ। ভোট হবে জঙ্গলমহলের পাঁচটি আসন ও আসানসোলে।

Updated By: May 6, 2014, 02:30 PM IST

লোকসভা নির্বাচনে বুধবার রাজ্যের চতুর্থ দফার ভোটগ্রহণ। ভোট হবে জঙ্গলমহলের পাঁচটি আসন ও আসানসোলে।

ঝাড়গ্রাম- ঝাড়গ্রামে লড়াই মূলত দুই ডাক্তারের মধ্যে। বর্তমান সাংসদ সিপিআইএমের পুলিন বিহারি বাস্কে। তাঁকে চ্যালেঞ্জ জানিয়েছেন তৃণমূলের নিউ কামার উমা সোরেন। কংগ্রেসের অনিতা হাঁসদা ও বিজেপির বিকাশ মুদিও লড়াইয়ে আছেন। দুহাজার এগারোয় ঝাড়গ্রামের সাতটি বিধানসভার চারটিতেই জিতেছিল তৃণমূল।

প্রার্থীরা-
উমা সোরেন (তৃণমূল)
পুলিন বিহারী বাস্কে (বামফ্রন্ট)
অনিতা হাঁসদা (কংগ্রেস)
বিকাশ মুদি (বিজেপি)
--------
মেদিনীপুর- মেদিনীপুরে লড়াই চতুর্মুখী। বামপ্রার্থী দুবারের সাংসদ প্রবোধ পণ্ডা। তৃণমূলের বাজি অভিনেত্রী সন্ধ্যা রায়। ওজনদার প্রার্থী দিয়েছে কংগ্রেস ও বিজেপিও। দুহাজার এগারোয় এই কেন্দ্রের সাতটি বিধানসভার চারটি ছিল বামফ্রন্টের দখলে।

প্রার্থীরা-
সন্ধ্যা রায় (তৃণমূল)
প্রবোধ পাণ্ডা (সিপিআইএম)
বিমল রাজ (কংগ্রেস)
প্রভাকর তিওয়ারি (বিজেপি
--------
পুরুলিয়া- দুবারের সাংসদ নরহরি মাহাতর থেকে পুরুলিয়া ছিনিয়ে নিতে তৃণমূল প্রার্থী করেছে মৃগাঙ্গ মাহাতোকে। লড়াই চতুর্মুখী। দুহাজার এগারোয় এই কেন্দ্রের ছটি বিধানসভাই ছিল কং-তৃণমূল জোটের দখলে।

প্রার্থীরা-
মৃগাঙ্ক মাহাতো (তৃণমূল কংগ্রেস)
নরহরি মাহাতো (ফরওয়ার্ড ব্লক)
নেপাল মাহাতো (কংগ্রেস)
বিকাশ ব্যানার্জি (বিজেপি)
---------
বাঁকুড়া- বাঁকুড়া দখলে রাখতে লড়ছেন নবারের বাম সাংসদ বাসুদেব আচারিয়া। তাঁর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজি সুচিত্রা কন্যা মুনমুন। বিজেপির চিকিত্সক প্রার্থী সুভাষ সরকারও যথেষ্টই ওজনদার। কংগ্রেস প্রার্থী করেছে নীলমাধব গুপ্তকে। দুহাজার এগারোয় বাঁকুড়ার সাতটি বিধানসভার চারটি ছিল তৃণমূলের দখলে।

প্রার্থীরা-
মুনমুন সেন (তৃণমূল কংগ্রেস)
বাসুদেব আচারিয়া (সিপিআইএম)
নীলমাধব গুপ্ত (কংগ্রেস)
সুভাষ সরকার (বিজেপি)
---------
বিষ্ণুপুর- বাঁকুড়া জেলার আর এক কেন্দ্র বিষ্ণুপুরে লড়াই চতুর্মুখী। সিপিআইএমের সুস্মিতা বাউড়ির বিরুদ্ধে তৃণমূল প্রার্থী সৌমিত্র খান। দুহাজার এগারোয় এই কেন্দ্রের সাতটি বিধানসভার ছটিই ছিল কংগ্রেস-তৃণমূল জোটের দখলে।

প্রার্থীরা-
সৌমিত্র খান-তৃণমূল কংগ্রেস
সুস্মিতা বাউরি-সিপিআইএম
নারায়ণ চন্দ্র খান-কংগ্রেস
জয়ন্ত মণ্ডল-বিজেপি
----------
আসানসোল- আসানসোলে লড়াই তিন হেভিওয়েটের মধ্যে। বামপ্রার্থী দুবারের সাংসদ বংশগোপাল চৌধুরী। তাঁকে হারাতে শ্রমিক সংগঠনের নেত্রী দোলা সেনকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বাজি, সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়। দুহাজার এগারোয় আসানসোলের অন্তর্গত পাঁচটি বিধানসভাই ছিল বামেদের দখলে।

প্রার্থীরা-
দোলা সেন-তৃণমূল কংগ্রেস
বংশগোপাল চৌধুরী-সিপিআইএম
ইন্দ্রানি মিশ্র-কংগ্রেস
বাবুল সুপ্রিয়-বিজেপি
-------

.