সানি লিওনকে নতুন এই ভূমিকায় দেখে আপনি চমকে উঠবেন!

অ্যাডাল্ট মুভিতে অভিনয়, বিগ বসের প্রতিদ্বন্দ্বিতা, বলিউডে অভিনয়... সবই হল। এবার সানি লিওনের নেক্সট স্টেপ কী? শোনা যাচ্ছে, বোল্ড বিউটি অভিনয় জগতের পাশাপাশি এবার গানের জগতেও নাম লেখাতে ব্যস্ত।

Updated By: Jul 6, 2016, 02:06 PM IST
সানি লিওনকে নতুন এই ভূমিকায় দেখে আপনি চমকে উঠবেন!

ওয়েব ডেস্ক : অ্যাডাল্ট মুভিতে অভিনয়, বিগ বসের প্রতিদ্বন্দ্বিতা, বলিউডে অভিনয়... সবই হল। এবার সানি লিওনের নেক্সট স্টেপ কী? শোনা যাচ্ছে, বোল্ড বিউটি অভিনয় জগতের পাশাপাশি এবার গানের জগতেও নাম লেখাতে ব্যস্ত।

বি টাউনে কানাঘুষো তিনি নাকি রীতিমত তালিমও নিচ্ছেন গানের। কারণ? বলিউডি ছবিতে এবার প্লে ব্যাক গাইবেন সানি। সানির এই সারপ্রাইজ কেমন হয়, তা জানতে কৌতূহলী সবাই। তবে কোন ছবির জন্য তিনি গান গাইছেন, তা এখনও পর্যন্ত খোলসা করেননি সানি লিওন। তবে, ইতিমধ্যেই রেকর্ডিং-এর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নায়িকা। সঙ্গে তাঁর টুইট, 'জোরে গান গাইতে বেশ ভয়ই লাগে।'

.