তিন খানের অজিব শাম...
জব তক হ্যায় জান/ কভি তো হোঙ্গে একসাথ তিন খান...২০০৮ সালের পর থেকে টানা ৪ বছর মুখ দেখাদেখি বন্ধ ছিল প্রায়। যে কোনও অনুষ্ঠানেই এড়িয়ে গেছেন দুজন দুজনকে। অবশেষে সেই বিভেদ মুছে দিল দিওয়ালির সন্ধে। `জব তক হ্যায় জান`-এর প্রিমিয়ার শেষে একমঞ্চে পা মেলালেন শাহরুখ, আমির, সলমন। এখানেই বোধহয় যশ চোপড়ার মাহাত্ম্য।
জব তক হ্যায় জান/ কভি তো হোঙ্গে একসাথ তিন খান...২০০৮ সালের পর থেকে টানা ৪ বছর মুখ দেখাদেখি বন্ধ ছিল প্রায়। যে কোনও অনুষ্ঠানেই এড়িয়ে গেছেন দুজন দুজনকে। অবশেষে সেই বিভেদ মুছে দিল দিওয়ালির সন্ধে। `জব তক হ্যায় জান`-এর প্রিমিয়ার শেষে একমঞ্চে পা মেলালেন শাহরুখ, আমির, সলমন। এখানেই বোধহয় যশ চোপড়ার মাহাত্ম্য।
শুরু থেকেই জব তক হ্যায় জান নিয়ে বিরূপ মনোভাব দেখিয়েছেন সলমন। এমনকি যশরাজ ফিল্মসের বিরুদ্ধে অজয় দেবগনের আইনি লড়াইয়ে অজয়ের পাশেও থেকেছেন সলমন। কিন্তু সবকিছু বদলে দিল দিওয়ালি। সারা সন্ধেই প্রায় শাহরুখের বাহুলগ্ন হয়ে কাটিয়ে দিলেন সল্লু মিঞা। তবে কি বন্ধু ক্যাটরিনার মুখ চেয়েই এই সৌজন্য? সে যাই হোক। দেশ সাক্ষী থাকল এক বিরল দৃশ্যের।
জব তক হ্যায় জান-এর প্রিমিয়ার শো পরিণত হয়েছিল বলিউডি ডান্স ফ্লোরে। শাহরুখ, সলমন, আমিরের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচলেন বিগ বিও। দুই বাহুতে ক্যাটরিনা ও অনুষ্কা। "একটা অসাধারণ সন্ধে কাটালাম। শাহরুখ, সলমন, আমির, অনুষ্কা, ক্যাটরিনার মতো তরুণ তুর্কীদের সঙ্গে একমঞ্চে নাচার অভিজ্ঞতা সত্যিই দারুণ। এভাবেই টুইট করেছেন উল্লসিত অমিতাভ"।
তবে সবথেকে বড় সারপ্রাইজটা বোধহয় বাকিই রয়েছে এখনও। অমিতাভের সঙ্গে খুশিয়াল পার্টিতে উপস্থিত ছিলেন তাঁর আদরের বৌমাটিও। তিন খান একমঞ্চে হওয়ার থেকেও বোধহয় বড় ঘটনা সলমন, অ্যাশ, ক্যাটরিনার একমঞ্চে উপস্থিতি। এও কি তবে দিওয়ালির মহিমা? অত ভেবে বোধহয় সত্যিই লাভ নেই। তার থেকে বরং ভেবে নেওয়া যাক `ওহ্ শাম কুছ অজিব থি...`