তৈমুরের সঙ্গে খেলছে লক্ষ্য, ভাইরাল পতৌদির ছোট্ট নবাবের ছবি

Updated By: Sep 15, 2017, 01:39 PM IST
তৈমুরের সঙ্গে খেলছে লক্ষ্য, ভাইরাল পতৌদির ছোট্ট নবাবের ছবি

ওয়েব ডেস্ক: তৈমুর, তৈমুর আর তৈমুর।  পেজ থ্রি খবরের শিরোনামে উঠে আসতে এই একটা নামই যেন ‌যথেষ্ঠ। জন্মের পর ‌যে নাম নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। সে নামই এখন সকলের আদরের। একবার তাকে দেখলেই হল, ওমনি ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ। সে ‌যাই হোক না কেন। 
আর সোশ্যাল সাইটে ছোট্ট নবাবের কোনও ছবি পোস্ট হলে তো আর কথাই নেই, নিমেষে ভাইরাল হয়ে ‌যায়। এই ‌যেমনটা হল। তুষার কাপুরের ছেলে লক্ষ্য কাপুরের সঙ্গে তৈমুরের খেলার ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে।  

এর আগে তুষার কাপুরের ছেলে লক্ষ্য-র বার্থ ডে পার্টিতে তৈমুরকে ‌দেখা গিয়েছিল। এবারও লক্ষ্যর সঙ্গে তৈমুরের প্লে ডেটের ছবি ভাইরাল হয়েছে। কিছুদিন আগেও অবশ্য মম করিনার সঙ্গে তৈমুরের ছবি ভাইরাল হয়েছিল। করিনা নিজে জানিয়েছিলেন, তৈমুর এতটাই মিষ্টি, ‌যে তিনি তৈমুরকে দিনে ২০হাজার বার চুমু খান।

 

 

A post shared by Tusshar (@tusshark89) on

কিছুদিন আগে, তুষার কাপুর এক সাক্ষাৎকারে বলেছিলেন, '‍'‍আমি আর করিনা ‌যখনই কথা বলি, তখন লক্ষ্য আর তৈমুরকে নিয়েই শুধু কথা।'‍'‍ তুষার কাপুরের কথায় আমাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ই হল তৈমুর। তাছাড়া আমাদের দুই পরিবারের মধ্যেও সম্পর্ক বেশ ভালো।

আরও পড়ুন- এ কী হল পতৌদির ছোট্ট নবাব তৈমুরের?

.