Pushpa 2: ধারে কাছে নেই কেউ! ৪ দিনের আয়ে 'পুষ্পা ২' কাঁপাচ্ছে গোটা দেশ...জানেন কত?

Pushpa 2 collection: একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে নতুন দিগন্ত উন্মোচনে ছুটছে অল্লু অর্জুনের(Allu Arjun) বহু প্রতীক্ষিত সিনেমাটি। মুক্তির মাত্র ৪ দিনেই বিশ্বব্যাপী আয় করে নিয়েছে ৮০০ কোটি টাকা!

Updated By: Dec 9, 2024, 05:56 PM IST
Pushpa 2: ধারে কাছে নেই কেউ! ৪ দিনের আয়ে 'পুষ্পা ২' কাঁপাচ্ছে গোটা দেশ...জানেন কত?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টিজার থেকেই ঝড় তুলেছিল 'পুষ্পা ২' (Pushpa 2)। এই সিনেমা মুক্তির পর যে ভয়ংকর আলোড়ন তৈরি করবে, তা নিয়ে সবাই নিশ্চিত ছিল। একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে নতুন দিগন্ত উন্মোচনে ছুটছে অল্লু অর্জুনের(Allu Arjun) বহু প্রতীক্ষিত সিনেমাটি। মুক্তির মাত্র ৪ দিনেই বিশ্বব্যাপী আয় করে নিয়েছে ৮০০ কোটি টাকা!

সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২ : দ্য রুল’ ভারতীয় বক্স অফিসে মাত্র ৪ দিনে ৫০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। রবিবার পর্যন্ত সিনেমাটির আয়ের অঙ্ক ৫২৯ কোটি টাকা! আর বিশ্বব্যাপী তুলে নিয়েছে ৮০০ কোটি টাকা। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, পুষ্পা ২ চতুর্থ দিনে ভারতে ১৪১.৫০ কোটি টাকা আয় করেছে। সিনেমাটি গত ৪ ডিসেম্বর প্রিমিয়ারে ১০.৬৫ কোটি, এরপর মুক্তির প্রথম দিনে ১৬৪.২৫ কোটি, দ্বিতীয় দিন ৯৩.৮ কোটি টাকা এবং তৃতীয় দিন ১১৯.২৫ কোটি টাকা আয়ে করেছিল। চতুর্থ দিনের ১৪১.৫০ কোটি আয়ে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫২৯ কোটি টাকা। ধরাই যাক, এই ছবির আয় ১০০০ কোটি ছাড়াতে চলেছে।

আরও পড়ুন:Awami League Leaders Arrest: ধর্ষণের অভিযোগ! কলকাতা থেকে গ্রেফতার আওয়ামী লীগের ৪ বর্বর নেতা...

২০২১ থেকে ‘পুষ্পা ’র রাজত্ব শুরু। কাঁপিয়েছে বক্স অফিস। সেই হাইপ আরও উর্ধ্ব গগনে নিয়ে গেল 'পুষ্পা ২'। প্রায় তিন বছর ধরে ‘পুষ্পা’র সিক্যুয়েলের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। প্রত্যাশা পাহাড় প্রমাণ। চন্দনকাঠের চোরাকারবারের মজদুর হিসেবে পুষ্পা কাজ করেছে। আজ সেই চোরাকারবারের সিন্ডিকেটের মাথা সে। এবার সেই চোর-পুলিসের খেলার মাঝেই রাজনীতির জটিলতা। সবকিছুর মধ্যে একাই বুক চিতিয়ে দাঁড়িয়ে পুষ্পা। যেমন অ্যাকশন তেমনই রোমান্স। নাম হি কাফি হে। পুষ্পা বলেই লোকে ৩ ঘণ্টা ১৫ মিনিটের সিনেমা। অন্যদিকে, হিন্দি সংস্করণেও ল্লু অর্জুন ম্যাজিক অব্যাহত রয়েছে। প্রথম তিন দিনেই পুষ্পা ২-এর হিন্দি ভার্সন ছাপিয়েছে ২০০ কোটির মাইলস্টোন যা দ্রুততম সময়ে ২০০ কোটি আয়ের রেকর্ড। ল্লু পিছনে ফেলেছেন শাহরুখ খানের ‘জওয়ান’ ও ‘পাঠান’কেও।

আরও পড়ুন:BSF on Bangladesh: বাংলাদেশ আসুক, আমরা দেখে নেব...: BSF!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.