Prosenjit Chatterjee on Raavan: 'রাবণ জিতের ছবি হলেও আমার কাছে গুরুত্বপূর্ণ...', কার প্রশংসায় পঞ্চমুখ প্রসেনজিৎ?

অনেকদিন পর বাংলা বানিজ্যিক ছবিতে নতুন মুখ। পর্দায় তাঁকে দেখে কী বলছেন টলিউডের তারকারা?

Reported By: সৌমিতা মুখার্জি | Updated By: May 6, 2022, 12:11 PM IST
Prosenjit Chatterjee on Raavan: 'রাবণ জিতের ছবি হলেও আমার কাছে গুরুত্বপূর্ণ...', কার প্রশংসায় পঞ্চমুখ প্রসেনজিৎ?

নিজস্ব প্রতিবেদন: অতিমারির কারণে বেশ অনেকদিন ধরেই বাংলা ছবির লক্ষ্মীর ভাঁড়ে খরা। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকের পথে আসতেই ফিরছে বাংলা ছবির বাজার, হলের বাইরে ঝুলছে হাউজফুল বোর্ড। একইসঙ্গে পরপর মুক্তি পাচ্ছে একের পর এক ছবি। প্রতিবছরই ইদে মুক্তি পায় জিতের ছবি। এবছরও তার অন্যথা হল না। মুক্তি পেয়েছে জিতের(Jeet) নতুন ছবি 'রাবণ'(Raavan)। এই ছবিতে সুপারস্টারের সঙ্গে টলিউডে ডেবিউ করেছেন নতুন নায়িকা লহমা ভট্টাচার্য। 

অনেকদিন পর বাংলা বানিজ্যিক ছবিতে নতুন মুখ। পর্দায় তাঁকে দেখে কী বলছেন টলিউডের তারকারা? নতুন নায়িকাকে দেখে কোয়েল মল্লিক(Koel Mallick) বলেছেন, লহমা চিনির মতো মিষ্টি। শুধু কোয়েল নয়, টলিউডে পা রাখতেই পর্দায় এই নয়া নায়িকাকে পছন্দ করেছেন শুভশ্রী(Subhashree), রাজ চক্রবর্তী(Raj Chakraborty), শিবপ্রসাদ মুখোপাধ্যায়(Shiboprasad Mukherjee), সুদেষ্ণা রায়(Sudeshna Roy), অরিন্দম শীল(Arindam Sil) থেকে শুরু করে অনেক তারকাই।  অ্যাকশনে ভরপুর এই ছবিতে একদিকে রয়েছে কমিক টাচ আবার পাশাপাশি রয়েছে প্রেমের ছোঁয়াও। জিতের ডার্ক অ্যাকশনের মাঝে মাঝে পর্দায় কামিনী ফুলের সুবাস নিয়ে এসেছেন স্নিগ্ধ সুন্দরী লহমা। রাজ চক্রবর্তী বলেন, 'প্রথম ছবিতেই তিনি তাঁর অভিনয়ের প্রতি অধ্যাবসায়ের প্রমাণ দিয়েছেন। তাঁকে দেখে বোঝাই দায় যে এটা তাঁর প্রথম ছবি আর তিনি যাঁর বিপরীতে রয়েছেন তিনি বাংলার অন্যতম সুপারস্টার।' 

কনফিডেন্ট ও বিউটিফুল লহমার প্রশংসায় পঞ্চমুখ মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chatterjee)। বুধবার শহরের এক মাল্টিপ্লেক্সে ছেলে তৃষাণজিৎকে(Trishanjit) সঙ্গে নিয়ে 'রাবণ' দেখতে হাজির হয়েছিলেন অভিনেতা। পর্দায় টলিউডের নতুন মুখ লহমাকে দেখে মুগ্ধ সকলের প্রিয় বুম্বাদা। তিনি বলেন, 'যদিও এটা জিতের ছবি ও প্রযোজনাও করেছে কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল লহমা। ওকে খুব সুন্দর লেগেছে। ছবির গানও খুব সুন্দর। রাবণে দুটো জিৎ আছে, সে বিষয়ে আমি বিশেষ বলতে চাই না। ছবির অ্যাকশনও খুব ভালো।'

আরও পড়ুন: Salman Khan-Katrina Kaif: সলমনের বোনের ইদের পার্টিতে ডাক পাননি ক্যাটরিনা? বিটাউনে জোর গুঞ্জন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.