Salman Khan-Katrina Kaif: সলমনের বোনের ইদের পার্টিতে ডাক পাননি ক্যাটরিনা? বিটাউনে জোর গুঞ্জন
ব্যাপারটা কী?
Updated By: May 5, 2022, 12:01 AM IST
নিজস্ব প্রতিবেদন: সলমন খানের (Salman Khan) বোন অর্পিতা খানের ইদের পার্টিতে (Arpita Khan Sharma's Eid Party) দেখা যায়নি ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif)। কেন এলেন না ভিকি কৌশলের 'ঘরণী'?
বিটাউনে কান পাতলে শোনা যাচ্ছে ওই পার্টিতে ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif) নাকি আমন্ত্রণ করাই হয়নি। সত্যি?
জানা গিয়েছে, ওই ইদ পার্টির দিন দিল্লি উড়ে যান ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। সেখানে স্বামী ভিকি কৌশলের সঙ্গে সময় কাটাচ্ছিলেন তিনি। কারণ, ভিকি বর্তমানে রাজধানীতে একটি ছবির শুটিং করছেন। সেখানেই সময় কাটাতে যান 'ক্যাট'।
সলমনের সঙ্গে ক্যাটরিনার 'বন্ধুত্ব' বলিউডের সকলেরই জানা। শীঘ্রই দু'জনকে 'টাইগার থ্রি' ছবিতে দেখা যাবে।