সুশান্ত মামলা: মুম্বই পুলিসের উপর আস্থা আছে, তবে CBI-তেও আপত্তি নেই,বললেন শরদ পাওয়ার
মহারাষ্ট্র সরকারের পাশে দাঁড়িয়ে শরদ পাওয়ারের মন্তব্য মুম্বই পুলিসের উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে।
নিজস্ব প্রতিবেদন : সুশান্তের মৃত্যু নিয়ে অযথাই বেশি আলোচনা হচ্ছে। এমনটাই মত NCP নেতা শরদ পাওয়ারের। তাঁর প্রশ্ন, সুশান্তের মৃত্যু নিয়ে যতবেশি আলোচনা হচ্ছে, ততটা কৃষক মৃত্যু নিয়ে হয় না। পাশাপাশি, মহারাষ্ট্র সরকারের পাশে দাঁড়িয়ে শরদ পাওয়ারের মন্তব্য মুম্বই পুলিসের উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে।
শরদ পাওয়ারের কথায়, ''একটা মানুষ আত্মহত্যা করেছে, এটা দুর্ভাগ্যজনক। তবে এটা নিয়ে এত আলোচনার কী রয়েছেন? আমার মনে হয়না এটা কোনও বড় ইস্যু। যখন এবছর ২০ জন কৃষক আত্মহত্যা করলো, কই সেটা নিয়ে কেউ কথা বলে না?'' এখানেই শেষ নয়, NCP নেতার কথায়, ''আমি মহারাষ্ট্র ও মুম্বই পুলিসকে গত ৫০ বছর ধরে দেখেছি। আমার ওদের উপর ভরসা আছে। অন্যরা কী বলছে, তা নিয়ে মন্তব্য করতে চাই না। তবে যদি কেউ বলেন এই মামলায় CBI তদন্ত হওয়া উচিত। আমি তারও বিরোধিতা করবো না।''
আর পড়ুন-সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের সঙ্গে সম্পর্কে অবনতি, কী বললেন চারু আসোপা?
It is unfortunate that a person died by suicide, but why is it being discussed so much? I don't think it is such a big issue. A farmer told me that over 20 farmers have died by suicide, nobody spoke about it: NCP chief Sharad Pawar #SushantSinghRajputDeathCase https://t.co/LsHJ8gaQwr
— ANI (@ANI) August 12, 2020
এদিকে এই মামলায় আদিত্য ঠাকরের নাম উঠে আসা প্রসঙ্গে শরদ পাওয়ারের বক্তব্য, ''আমি জানি না, কী উদ্দেশ্য নিয়ে ঠাকরেদের নাম টেনে আনা হচ্ছে।'' প্রসঙ্গত, এর আগে শিবসেনার অভিযোগ করে ''এই মামালায় নোংরা রাজনীতি করছে বিজেপি, আর সেকারণেই তাঁদের নাম টেনে আনা হচ্ছে।''
সুশান্তকে নিয়ে আরও এক বর্ষীয়ান নেতা মজিদ মেননের মন্তব্য ঘিরে জোর সমালোচনা শুরু হয়েছে। মজিদ মেনন টুইটে লেখেন, ''সুশান্ত জীবিত অবস্থায় এত জনপ্রিয় ছিল না, যতটা তাঁর মৃত্যুর পর তিনি হয়েছেন। প্রধানমন্ত্রী কিংবা মার্কিন প্রেসিডেন্টের থেকেও বেশি আজকাল ওনাকে নিয়ে আলোচনা হচ্ছে।''
আরও পড়ুন-সুশান্তের বাবাকে নিয়ে কুৎসা, শিবসেনা নেতাকে আইনি নোটিস পাঠালো অভিনেতার পরিবার
Sushant was not as famous during his lifetime as he is after his death. The space in media he is occupying nowadays is perhaps more than our PM or President of US !
— Majeed Memon (@advmajeedmemon) August 12, 2020
মজিদ মেননের এই মন্তব্যের পরই জোর সমালোচনা শুরু হয়। যদিও পরে মজিদ মেনন বলেন, সুশান্তকে অপমান করে তিনি কিছুই বলতে চাননি। তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।
আরও পড়ুন-পাহাড়ের কোলে পরিবারের সঙ্গে 'চরুইভাতি'তে মজলেন কঙ্গনা