Tunisha Sharma : 'এটা খুন ছাড়া আর কী!' প্রধানমন্ত্রীর কাছে কড়া আইনের আবেদন কঙ্গনার
শনিবার শ্যুটিং সেটেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা। মঙ্গলবার, অভিনেত্রীর শেষকৃত্যও সম্পন্ন হয়েছে। তবে তুনিশার মৃত্যু নিয়ে চাপানউতোর চলছেই। এই মুহূর্তে পুলিস হেফাজতে রয়েছেন তাঁর প্রাক্তন প্রেমিক শীজান খান। এই মৃত্যুতে তিনি কতটা দোষী, তা নিয়ে জল্পনা অব্যাহত। এসবেরই মাঝে তুনিশার মৃত্যু নিয়ে মুখ খুললেন বলিউড 'কুইন' কঙ্গনা রানাউত। নিজের ইনস্টাস্টোরিতে লম্বা পোস্টে নিজের বক্তব্য তুলে ধরেছেন কঙ্গনা।
Tunisha Sharma, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : শনিবার শ্যুটিং সেটেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা। মঙ্গলবার, অভিনেত্রীর শেষকৃত্যও সম্পন্ন হয়েছে। তবে তুনিশার মৃত্যু নিয়ে চাপানউতোর চলছেই। এই মুহূর্তে পুলিস হেফাজতে রয়েছেন তাঁর প্রাক্তন প্রেমিক শীজান খান। এই মৃত্যুতে তিনি কতটা দোষী, তা নিয়ে জল্পনা অব্যাহত। এসবেরই মাঝে তুনিশার মৃত্যু নিয়ে মুখ খুললেন বলিউড 'কুইন' কঙ্গনা রানাউত। নিজের ইনস্টাস্টোরিতে লম্বা পোস্টে নিজের বক্তব্য তুলে ধরেছেন কঙ্গনা।
কঙ্গনা লিখেছেন, 'একজন মহিলাকেই সবসময় সবকিছুই মানিয়ে নিতে হয়। প্রেমে ব্যর্থতা, বিয়ে ভাঙা, সম্পর্ক ভাঙা, এমনকি প্রিয়জনের থেকে আঘাত, সবকিছুই সে মানিয়ে নেয়। তবে সে এটা কখনওই মেনে নিতে পারে না, যে তার সেই ভালোবাসাটাই মিথ্যে ছিল। অপরজনের কাছে তার ভালোবাসা নেহাতই দুর্বলতা ছিল, তাকে শুধুমাত্র ব্যবহার করা হয়েছে এটা সে কখনওই মানতে পারে না। একজন মহিলা ও পুরুষের পরিস্থিতি সমান হয় না। সে শুধু ওই মেয়েটিকে শারীরিক ও মানসিকভাবে ব্যবহার করেছে। যখন কোনও মহিলা বাস্তবকে মানতে পারেনা, তখনই সে মানসিকভাবে বিপর্যস্ত হতে শুরু করে। সেসময় সে এমন একটি মানসিক অবস্থায় পৌঁছে যায় যে তার কাছে বেঁচে থাকা মারা যাওয়ার কোনও পার্থক্যই থাকে না। তাই তনিশার মৃত্যুকে একপ্রকার খুনই বলা চলে।'
কঙ্গনার কথায়, 'বহুবিবাহ যেমন আইনের চোখে অপরাধ, ঠিক তেমনই মেয়েদের শারীরিক ভাবে ব্যবহার করা, তারপর তার কোনও দায়িত্ব না নেওয়াটাও অপরাধ। আমার মনে হয় মেয়েদের যত্ন নেওয়া উচিত। মেয়েদের রক্ষা করা আমাদের সরকারের দায়িত্ব।'এখানেই শেষ নয়, মহিলাদের উপর হওয়া অত্যাচারে প্রধানমন্ত্রীকে কড়া আইন আনাক অনুরোধ করেন কঙ্গনা রানাউত। অভিনেত্রীর কথায়, 'কৃষ্ণ দ্রৌপদীর পাশে দাঁড়িয়েছিলেন, রাম সীতার পাশে দাঁড়িয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমার অনুরোধ, এবং আমার আশা মহিলাদের উপর এই অত্যাচার নিয়ে আপনি আইন আনবেন। বহুবিবাহ ও মেয়েদের উপর অ্যাসিড হামলার ঘটনায় কড়া পদক্ষেপ নিন। অ্যাসিড হামলার ঘটনায় অপরাধীকে টুকরো টুকরো করে ফেলা উচিত। এধরনের ঘটনায় কোনও ট্রায়াল ছাড়াই অপরাধীর মৃত্যুদণ্ড হওয়া উচিত।'
প্রসঙ্গত, তুনিশা শর্মার মৃত্যুর পর তাঁর প্রাক্তন প্রেমিক শীজান খানের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রীর মা। এই মুহূর্তে শীজান পুলিস হেফাজতে রয়েছেন। তাঁর অভিযোগ, ‘আমার মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, পরে সম্পর্কে ভেঙে দেয় শীজান। আগে একটি মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল শীজান। তাঁর সঙ্গে সম্পর্কে থাকতে থাকতেই তুনিশার সঙ্গে রিলেশনশিপে জড়ায় সে। তিন চার মাস ধরে ওকে ব্যবহার করে। তারপর ব্রেক আপ করে নেয়। আমার আর্জি শীজানকে যেন ছেড়ে দেওয়া না হয়। আমার বাচ্চা চলে গেল।’