Jeet on Pushpa 2: পুষ্পা-র প্রশংসায় পঞ্চমুখ জিত্‍! নজর না এড়িয়ে খোদ অল্লু লিখলেন...

Pushpa 2: ‘পুষ্পা ২’ মুক্তি পাওয়ার পর ম্যাজিকে মেতে খোদ টলিপাড়ার সুপারস্টার জিৎ। সিনেমা দেখে এক্স-এ অল্লুর প্রশংসায় পঞ্চমুখ তিনি। জিত্‍ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন...

Updated By: Dec 9, 2024, 10:45 PM IST
Jeet on Pushpa 2: পুষ্পা-র প্রশংসায় পঞ্চমুখ জিত্‍! নজর না এড়িয়ে খোদ অল্লু লিখলেন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে নতুন দিগন্ত উন্মোচনে ছুটছে অল্লু অর্জুনের পুষ্পা ২। প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। গোটা দেশ জুড়ে প্রশংসার বন্যায় ভাসছেন অভিনেতা অল্লু অর্জুন।

‘পুষ্পা ২’ মুক্তি পাওয়ার পর ম্যাজিকে মেতে খোদ টলিপাড়ার সুপারস্টার জিৎ। সিনেমা দেখে এক্স-এ অল্লুর প্রশংসায় পঞ্চমুখ তিনি। জিত্‍ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, 'পুষ্পা দেখে আমি আপ্লুত। অল্লু অর্জুন সিনেমার প্রতিটি স্টার কাস্টের অনবদ্য অভিনয়ে আমি মুগ্ধ। সত্যিই অল্লু অর্জুন আরও একবার প্রমাণ করে দিলেন তিনি একজন প্রতিভাবান অভিনেতা।' অভিনেতা আরও লেখেন, 'এই রকম একটি সিনেমার জন্য পরিচালক সুকুমারকেও স্যালুট। সিনেমা হিট হওয়ার নেপথ্যে এটি একটি বিরাট কারণ।'

আরও পড়ুন:KIFF 2024: সিনেমা দেখার হুজুগ! নন্দনে বাজেয়াপ্ত পঞ্চাশেরও বেশি ভুয়ো কার্ড...

জিতের প্রশংসায় নজর না এড়িয়ে থাকতে পারেননি খোদ অল্লু অর্জুন। আবেগপ্রবণ হয়ে তিনি জিতের পোস্টের উত্তরে লেখেন, 'জিৎ গারু (বাংলায় যার অর্থ দাদা)! অসংখ্য ধন্যবাদ আপনাকে এত প্রশংসা করার জন্য। আমি সত্যিই খুব খুশি যে আপনার ছবিটা এত ভালো লেগেছে। আপনার ভালবাসা পেয়ে আমি ধন্য।'

হিন্দি, তামিল, তেলুগু-সহ বিবিধ ভাষায় মুক্তি পেয়েছে 'পুষ্পা ২'। অতীতে দু-একবার বদলেছে ছবি মুক্তির দিনও।  ১৫ অগাস্ট থেকে ৬ ডিসেম্বরে দিন পরিবর্তিত হয়েছিল। চলতি বছরের অক্টোবরে আল্লু অর্জুন নিজেই জানান, ৫ ডিসেম্বর, ২০২৪-এ মুক্তি পাবে 'পুষ্পা দ্য রুল'। ইতোমধ্যেই এই ছবি বক্স অফিসে মাত্র ৪ দিনে ৫০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। রবিবার পর্যন্ত সিনেমাটির আয়ের অঙ্ক ৫২৯ কোটি টাকা! আর বিশ্বব্যাপী তুলে নিয়েছে ৮০০ কোটি টাকা। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, পুষ্পা ২ চতুর্থ দিনে ভারতে ১৪১.৫০ কোটি টাকা আয় করেছে।

আরও পড়ুন:Drama on Bangladesh: চেতনা-মানবতা হারিয়েছে ওপার বাংলা! সম্বিত ফেরাতে বাংলাদেশ নিয়ে নাটক...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.