নিমরত-রবি শাস্ত্রীর প্রেম! বিয়ে নিয়ে কী বললেন শাস্ত্রী?

বি-টাউনের অভিনেত্রীর সঙ্গে ক্রিকেট দুনিয়ার তারকাদের প্রণয় এবং পরিণয় নয়া বিষয় নয়।

Updated By: Jun 4, 2021, 11:06 AM IST
নিমরত-রবি শাস্ত্রীর প্রেম! বিয়ে নিয়ে কী বললেন শাস্ত্রী?

নিজস্ব প্রতিবেদন: বলিউড আর ক্রিকেটের সম্পর্ক বরাবরই অম্ল-মধুর। বারবার বলিউড সুন্দরীদের প্রেমে মজেছেন ক্রিকেট দুনিয়ার তারকারা। কখনও সেই সম্পর্ক পরিণতি পেয়েছে, আবার কখনও হারিয়ে গিয়েছে। অভিনেত্রী নিমরত কৌর (Nimrat Kaur) ও ভারতীয় দলের হেড স্যার রবি শাস্ত্রীর (Ravi Shastri) সম্পর্কের গুঞ্জন নতুন নয়। প্রায় তিন বছর ধরে শোনা যাচ্ছে তাদের প্রেমের কথা। 

যদিও দুজনের কেউই সে কথা স্বীকার করেননি। তবে ইতিমধ্যেই তাদের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। বি-টাউনের অভিনেত্রীর সঙ্গে প্রণয় এবং পরিণয় নয়া বিষয় নয়। পতৌদি-শর্মিলা হোক কিংবা বর্তমানে বিরাট-অনুষ্কা, মহম্মদ আজাহারউদ্দিন-সঙ্গীতা বিজলানি গাঁটছড়া বেঁধেছেন অনেকেই। 

আরও পড়ুন, 'কুছ কুছ হোতা হ্যায়'-র নেপথ্য কাহিনী ফাঁস করলেন করণ, রাহুল-অঞ্জলির ভিডিও পোস্ট কাজলের

২০১৮ সাল থেকে নিমরত-শাস্ত্রীর প্রেমকাহিনির গুঞ্জন চলে আসছে। এমনকী হালফিলে তাদের বিয়ের কথাও শোনা যাচ্ছে। এবার সেই সমস্ত রহস্য শেষ করতে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের কোচ। সরাসরি কোনও উত্তর দেননি তিনি, উল্টে বিরক্ত হয়ে যান সাংবাদিকদের উপর। মেজাজ হারিয়ে এই বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন বছর ৫৯-এর এই তারকা। 

.