ঘি, দুধ,দই, লস্যি খান, দেশীয় খাবারে ভরসা রাখুন বলে বার্তা অক্ষয়ের

লক্ষ্মী বম্ব মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয় বিতর্ক 

Edited By: জয়িতা বসু | Updated By: Oct 16, 2020, 02:26 PM IST
ঘি, দুধ,দই, লস্যি খান, দেশীয় খাবারে ভরসা রাখুন বলে বার্তা অক্ষয়ের
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : প্রোটিন শেক,সাপ্লিমেন্ট নেওয়া বন্ধ করুন। শরীর চর্চা করে ঘি, দুধ, দই লস্যি খান। সেই সঙ্গে বাইরের খাবরা না খেয়ে, ঘরে তৈরি খাবার খান। দেশের যুব সমাজের প্রতি বার্তা দিলেন অক্ষয় কুমার।

একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে অক্ষয় কুমার বলেন, শরীর চর্চা করুন। সেই সঙ্গে ঘি, দুধ, দই, লস্যির সঙ্গে বন্ধুত্ব করুন। বাইরের খাবার বন্ধ করে, ঘরে তৈরি খাবার খেয়ে শক্তিশালী থাকুন বলে মন্তব্য করেন আক্কি। ​

আরও পড়ুন : ​কী অবস্থায় রয়েছেন তিনি! ''দেউলিয়া'' নিয়ে মুখ খুললেন উদিত-পুত্র আদিত্য

সম্প্রতি মুক্তি লক্ষ্মী বম্ব-এ ট্রেলার। ​লক্ষ্মী বম্ব-এর ট্রেলার মুক্তি পাওয়ার পর বিভিন্ন বিতর্ক শুরু হয়। ​ লক্ষ্মী বম্ব-এর ট্রেলারে দেব দেবীদের অপমান করা হয়েছে বলে অভিযোগ করেন অনেকে। ​আবার অনেকে বলতে শুরু করেন, লক্ষ্মী বম্ব-এর ট্রেলার লাভ জিহাদের প্রচার করা হচ্ছে। ​ সবকিছু মিলিয়ে  লক্ষ্মী বম্ব নিয়ে জোরদার বিতর্কের মুখে পড়েন অক্ষয় কুমার। ​প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে অক্ষয় কুমার কোনও মন্তব্য করেননি। ​অথচ লক্ষ্মী বম্ব মুক্তি পাওয়ার আগে মাঠে নেমে পড়েন তিনি। ​ সবটাই নিজের স্বার্থের জন্য আক্কি করছেন বলে আক্রমণ করতে শুরু করেন নেট নাগরিকদের একাংশ। ​যদিও কড়া আক্রমণের মুখে পড়েও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি অক্ষয় কুমার। ​

.