শুরু বিয়ের তোড়জোড়, মেহন্দি পরেই জিমে গিয়ে শরীর চর্চা দেবলীনার

নিজেই শেয়ার করেন ভিডিয়ো 

Edited By: জয়িতা বসু | Updated By: Dec 8, 2020, 03:01 PM IST
শুরু বিয়ের তোড়জোড়, মেহন্দি পরেই জিমে গিয়ে শরীর চর্চা দেবলীনার
দেবলীনা কুমার

নিজস্ব প্রতিবেদন : বুধবার বসবে বিয়ের আসর। গ্র্যান্ড শো শুরুর আগে এবার হাতে মেহন্দি পরে নিলেন দেবলীনা কুমার। মেহন্দি পরে বিয়ের আগে ফের শরীর চর্চা শুরু করে দেন টলিউডের এই অভিনেত্রী।

আরও পড়ুন : হাতে লাগল মেহন্দির রং, বিয়ের আগে খুশিতে উচ্ছ্বল দেবলীনা কুমার

মঙ্গলবার দেবলীনা একটি ভিডিয়ো শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যেখানে মেহন্দি পরেই শরীর চর্চা করতে দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, বিয়ের আগে ওই ভিডিয়োতে নিজেকে 'ব্রাইড' বলেও পরিচয় দেন দেবলীনা কুমার।

দেখুন...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে দেবলীনা কুমারের বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই জোর চর্চা শুরু হয়েছে। প্রথমে জানা যায়, ২৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন দেবলীনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায় কিন্তু কোভিড থাবা বসা তাঁদের পরিকল্পনায়।

পরে জানা যায়, ২৫ ডিসেম্বরের পরিবর্তে ৯ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন টলিউডের  এই জনপ্রিয় জুটি।

.