আপনি কি সত্যিই করোনায় আক্রান্ত? ট্রোলের মুখে অসুস্থ বরুণ ধাওয়ান, দেখুন

সপাটে উত্তর দেন অভিনতাও 

Edited By: জয়িতা বসু | Updated By: Dec 8, 2020, 01:47 PM IST
আপনি কি সত্যিই করোনায় আক্রান্ত? ট্রোলের মুখে অসুস্থ বরুণ ধাওয়ান, দেখুন
সমালোচনার মুখে বরুণ ধাওয়ান

নিজস্ব প্রতিবেদন : আপনি কি সত্যিই করোনায় আক্রান্ত না নাটক করছেন?  কোভিড থাবা বসিয়েছে না সাধারণ কাশি হচ্ছে আপনার? এভাবেই ট্রোল করা হল বরুণ ধাওয়ানকে।  ট্রোলের মুখে পড়ে বলিউড অভিনেতাও অবশ্য সপাটে উত্তর দিয়েছেন। 

কৃশ ওঝা নামে ওই ব্যক্তির সেন্স অফ হিউমার যে অত্যন্ত ভাল, তা সে বিষয়ে প্রকাশ্যেই মত প্রকাশ করেন বলিউড অভিনেতা।  পাশাপাশি তিনি আরও বলেন, আশা করি আপনাকে এবং আপনার পরিবারকে এই ধরনের অভিজ্ঞতার মুখমুখি পড়তে হচ্ছে না। বরুণের উত্তর শুনে ওই ব্যক্তি আর পালটা কোনও মন্তব্য করেননি। 

আরও পড়ুন : স্বামীর মারধরে অসুস্থ দিব্যা আর লড়তে পারলেন না জীবনের সঙ্গে, বিস্ফোরণ দেবলীনার

সম্প্রতি যুগ যুগ জিয়োর শ্যুটিং করে চন্ডিগড় থেকে মুম্বইতে ফেরেন বরুণ ধাওয়ান।  এরপরই জানা যায়, বরুণ করোনায় আক্রান্ত।  কোভিড থাবা বসিয়েছে তাঁর শরীরে।  বরুণের পাশাপাশি নীতু কাপুরও চন্ডিগড় থেকে ফেরার পর কোভিডে আক্রান্ত হন।  যদিও সিনেমার অন্য দুই তারকা অর্থাত অনিল কাপুর এবং কিয়ারা আডবাণী সুস্থ রয়েছেন বলে জানা যায়। প্রসঙ্গত, সানি দেওল এবং কৃতি শ্যাননও করোনায় আক্রান্ত বলে খবর। শরীরে কোভিড থাবা বসানোর পর সানি দেওল বর্তমানে হিমাচল প্রদেশে তাঁর বাগান বাড়িতে নিভৃতাবাসে রয়েছেন বলে জানান। 

.