বাগ্রাকোট চা বাগানে গেটের সামনে তালা হাতে আন্দোলনে কয়েক হাজার শ্রমিক

 বকেয়া বেতনের দাবিতে ডানকান্স পরিচালিত মালবাজারের বাগ্রাকোট চা বাগানে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা। চাপে পড়ে মালিকপক্ষের তরফে আগামিকালের মধ্যে সব টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাতেও কমেনি বিক্ষোভ। তাতেও কমেনি বিক্ষোভের আঁচ।

Updated By: Mar 18, 2016, 06:09 PM IST
বাগ্রাকোট চা বাগানে গেটের সামনে তালা হাতে আন্দোলনে কয়েক হাজার শ্রমিক

ওয়েব ডেস্ক:  বকেয়া বেতনের দাবিতে ডানকান্স পরিচালিত মালবাজারের বাগ্রাকোট চা বাগানে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা। চাপে পড়ে মালিকপক্ষের তরফে আগামিকালের মধ্যে সব টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাতেও কমেনি বিক্ষোভ। তাতেও কমেনি বিক্ষোভের আঁচ।

চুক্তির খেলাপ হয়েছে। এই অভিযোগে কারখানার গেটের সামনে তালা হাতে আন্দোলনে কয়েক হাজার শ্রমিক। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মালবাজার থানার পুলিস। ১১ মাস বন্ধ থাকার পর ২০১৫-র ১ মার্চ খোলে বাগ্রাকোট চা বাগান। ঠিক হয়, বকেয়া বেতনের ৫০ শতাংশ দেওয়া হবে এককালীন। বাকি টাকা শ্রমিকদের কিস্তিতে দেওয়া হবে। শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতনের ৫০ শতাংশ দেওয়া হলেও, মে মাসের পর থেকে নিয়মিত মিলছে না বেতন। পাশাপাশি রেশন, চিকিত্‍সার খরচ, জ্বালানী খরচ এবং এরিয়ারের টাকা থেকেও বঞ্চিত বাগানের প্রায় ২৫ হাজার শ্রমিক।

.