বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে দিয়ে কাটল দ্বিতীয় দিনের ভোট : LIVE UPDATES
প্রথম দফার দ্বিতীয় পর্যায়ে আজ ৩১টি আসনে ভোটগ্রহণ। ভোটগ্রহণ চলছে বাঁকুড়ার ৯টি, বর্ধমানের ৯টি ও পশ্চিম মেদিনীপুরের ১৩টি কেন্দ্রে। এই পর্যায়ে শাসক-বিরোধী উভয় পক্ষেরই বেশ কয়েকজন হেভিওয়েটের ভাগ্য নির্ধারণ হবে। একদিকে যেমন আজ নারায়ণগড়ে সূর্যকান্ত মিশ্র ও সবংয়ে মানস ভুঁইঞার কাছে গড় রক্ষার লড়াই, অন্যদিকে তেমনই আসানসোল উত্তর ও দক্ষিণে মলয় ঘটক ও তাপস ব্যানার্জির কাছে অস্তিত্বরক্ষার প্রেস্টিজ ফাইট। লড়াই আজ BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও।
ওয়েব ডেস্ক : প্রথম দফার দ্বিতীয় পর্যায়ে আজ ৩১টি আসনে ভোটগ্রহণ। ভোটগ্রহণ করা হয় বাঁকুড়ার ৯টি, বর্ধমানের ৯টি ও পশ্চিম মেদিনীপুরের ১৩টি কেন্দ্রে। এই পর্যায়ে শাসক-বিরোধী উভয় পক্ষেরই বেশ কয়েকজন হেভিওয়েটের ভাগ্য নির্ধারণ হবে। একদিকে যেমন আজ নারায়ণগড়ে সূর্যকান্ত মিশ্র ও সবংয়ে মানস ভুঁইঞার কাছে গড় রক্ষার লড়াই, অন্যদিকে তেমনই আসানসোল উত্তর ও দক্ষিণে মলয় ঘটক ও তাপস ব্যানার্জির কাছে অস্তিত্বরক্ষার প্রেস্টিজ ফাইট। লড়াই আজ BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও।
গত ৪ এপ্রিল ভোটগ্রহণে কেন্দ্রীয় বাহিনীর ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থার অভিযোগ জমা পড়েছিল কমিশনে। অশান্তি ঠেকাতে দ্বিতীয় পর্যায়ের আগে আরও কড়া দাওয়াই দেয় কমিশন। কিন্তু ভোট শুরুর আগে থেকেই উত্তপ্ত সোনামুখী, জামুড়িয়া, রানিগঞ্জ। অশান্তির আবহেই শুরু হয় প্রথম দফার দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ।
একনজরে ভোটের LIVE UPDATES:
- এবার নারায়ণগড়ের বাঁকিবাজারে তৃণমূলের বিক্ষোভের মুখে সূর্যকান্ত মিশ্র। তাঁর সামনেই হাতাহাতি বেঁধে গেল বিরোধী-শাসক দু'পক্ষের সমর্থকদের।
- ভোট শেষের মুখে অশান্ত জামুড়িয়ার সত্তর গ্রাম। তৃণমূল- সিপিআইএম সংঘর্ষে আহত ৯, নিখোঁজ ৪। সিপিআইএম সমর্থক দুর্গাদাস বাউরির বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। হুমকির মুখে পড়ে সংবাদমাধ্যমও।পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
- বেলা ৩টে পর্যন্ত ভোট পড়ল: বাঁকুড়ায় ৭০.৮৪%, বর্ধমানে ৬৭.৯৬%, পশ্চিম মেদিনীপুরে ৭৬%। মোটের উপর ভোটের হার ৭১.৬১%।
- কমিশনে বিক্ষোভ কংগ্রেসের।
- বেলা ১টা : ভোট পড়ল পশ্চিম মেদিনীপুরে ৬৫%, বাঁকুড়া ৫৭.৬০ %, বর্ধমান ৫৬.৭৪%। মোটের উপর ভোটের হার ৫৯.৭৮%।
- জামুড়িয়ার নন্ডিতে তৃণমূল ও বিজেপির সমর্থকদের মধ্যে হাতাহাতি। তাণ্ডব শাসকদলের লেঠেলবাহিনীর। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর। লাঠির ঘায়ে আহত বেশ কয়েকজন।
- ২৪ ঘণ্টার খবরের জের সরানো হল ওই বুথের প্রিসাইডিং অফিসারকে।
- রানিগঞ্জে বুথের ভিতর ঢুকে পড়লেন লোহাচুরি মামলায় সাজাপ্রাপ্ত মহম্মদ সোহরাব। প্রিসাইডিং অফিসারের বাধা না দেওয়ার অভিযোগ।
- ১১টা পর্যন্ত ভোটের হার : পশ্চিম মেদিনীপুরে ৪৮%, বাঁকুড়ায় ৩২.৫১%, বর্ধমানে ৩৫.৪৫%। মোটের উপর ভোট পড়ল ৩৮.৬৫ %।
- উত্তপ্ত কেশপুরের গড়গজপোতা গ্রাম। সিপিআইএম-তৃণমূল কংগ্রেস সংঘর্ষে বোমাবাজিতে জখম বেশ কয়েকজন। এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী।
- নারায়ণগড়ে বিক্ষোভের মুখে সূর্যকান্ত মিশ্র। কঙ্কালকাণ্ডের ঘটনায় তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ।
- দুর্গাপুরের সুভাষপল্লিতে আক্রান্ত কংগ্রেসের এজেন্ট, মারধর। বাড়িতে ঢুকে বাইক বাহিনীর তাণ্ডবের অভিযোগ।
- বাঁকুড়ার ওন্দা গ্রামে দুষ্কৃতীদের দাপাদাপি।
- দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের টামলা বস্তি আদিবাসী স্কুল এলাকায় ১৬৯, ১৭০ ও ১৭১ নম্বর বুথে কংগ্রেসের ক্যাম্প অফিস গুঁড়িয়ে দিল বাইক বাহিনী। বেধড়ক মারধরের হাত থেকে রেহাই পেলেন না আদিবাসী বৃদ্ধাও। অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে ক্যাম্প অফিসে হামলা চালায় বাইক বাহিনী।
- খোলা জানলার পাশে EVM রেখে চলছে ভোট। ভোটাররা কোন বোতাম টিপছেন তা স্পষ্ট দেখা যাচ্ছে বাইরে থেকে। রানিগঞ্জ বিধানসভার উখড়া প্রি প্রাইমারি স্কুলের বুথে ধরা পড়ল অনিয়মের ছবি। যদিও, এরপরেও অনিয়ম মানতে নারাজ প্রিসাইডিং অফিসার।
- ভোটের মাঝেই বিশ্রামে কেন্দ্রীয় বাহিনী। আসানসোল দক্ষিণ কেন্দ্রের নর্থব্রুক শিশুশিক্ষা কেন্দ্র। সেখানে একটি ঘরে বিশ্রাম নিতে দেখা গেল কয়েকজন CRPF জওয়ানকে। সেই ছবি তুলতে গেলে বাধা দেন জওয়ানরা।
- ভোট শুরুর প্রথম ২ ঘণ্টায় ভোট পড়ল পশ্চিম মেদিনীপুরে ২৩.৯৭%, বর্ধমানে ১৮.৯৫%, বাঁকুড়ায় ১৬.৯২%। মোটের উপর ভোটের হার ১৯.৯৫ %।
- কেশপুরে ছাপ্পা ভোটের অভিযোগ। ভোট করানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
- বরাবনিতে ১৭১ ও ১৭২ নম্বর বুথে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর, অভিযুক্ত শাসকদল।
- চন্দ্রকোণায় একটি বুথে খোলা অরক্ষিত EVM।
- জামুড়িয়ার কেন্দা গ্রামে লাইনে দাঁড়িয়েই মৃত্যু ভোটারের।
- ভোটের হার ঘোষণা নিয়ে সতর্ক কমিশন। ঘণ্টা অন্তর ভোটের হার ঘোষণা করবে না কমিশন।
- নারায়ণগড়ের একাধিক বুথ দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সরিয়ে দেওয়া হয় CPI(M)-এর এজেন্টকে। ঘটনাস্থলে সূর্যকান্ত মিশ্র।
- গড়বেতার ১৬৮ নম্বর বুথে EVM বিভ্রাট। সব ভোট তৃণমূলের পড়ার অভিযোগ। সরানো হল EVM।
- বিষ্ণুপুরে আক্রান্ত কংগ্রেস প্রার্থী তুষারকান্তি ভট্টাচার্য। দেহরক্ষীর পিস্তল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
- জামুড়িয়ার বাইপাস রোডের ৩৫ নম্বর বুথে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ। বুথের সামনে ব্যাগের ভিতর উদ্ধার তাজা বোমা।
- “ভবানী ভবনে বসে পেটোয়া লোক দিয়ে নারায়ণগড় ও সবংয়ের ভোট নিয়ন্ত্রণ করছে ভারতী ঘোষ”, তোপ দাগলেন মানস ভুঁইঞা।
- প্রথম ১ ঘণ্টায় কমিশনে জমা পড়ল ১৪০টি অভিযোগ।
- ভোট দিলেন সূর্যকান্ত মিশ্র।
- চন্দ্রকোণার দক্ষিণ বাজারের ১৩০ নম্বর বুথে CPI(M) পোলিং এজেন্ট দেবদূত মণ্ডলকে মারধর করে বুথ তাড়িয়ে দেওয়ার অভিযোগ।
- চন্দ্রকোণার ১০৪ নম্বর বুথের CPI(M) পোলিং এজেন্ট ভাস্কর প্রামাণিককে মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ।
- বুথে বিরোধী দলের এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ চন্দ্রকোণার বগঝোরি প্রাইমারি স্কুলের ৩৭ নম্বর বুথে। দু’ক্ষেত্রেই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
- ভোট চলাকালীন পাণ্ডবেশ্বরের ২৩৪ নম্বর বুথে অসুস্থ হয়ে মৃত্যু থার্ড পোলিং অফিসার পরিমল বাউরির।
- পাণ্ডবেশ্বরে খোলা জানলার পাশে EVM।
- ভোট শুরু হতেই শুরু বাইকের দাপাদাপি। রানিগঞ্জের অশোকপল্লি ফ্রি প্রাইমারি স্কুলে বুথের বাইরের ছবি।
- নারায়ণগড়ে খাকুরদহ প্রাথমিক বিদ্যালয়ে ও ঘাটালের গম্ভীরনগর শীতলা প্রাথমিক বিদ্যালয়ের ১২৫ নম্বর বুথে ভেতরে পুলিস, বাইরে জওয়ান।
- এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার একজন। জেলাশাসকের রিপোর্ট তলব নির্বাচন ।
- ভোট শুরুর আগেই শুরু সংঘর্ষ। আসানসোলের জামুড়িয়ার অবিনাশ হাইস্কুলের ৭৫ ও ৭৬ নম্বর বুথে যাওয়ার সময় ২ CPI(M) এজেন্টকে মারধর। মাথা ফাটল জীবন রুইদাস নামে এক CPI(M) এজেন্টের। অভিযুক্ত শাসকদল।
- রিভলভার হাতে সোনামুখী শহরে খুলে আম ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতীরা।
- বেলুট রসুলপুর এলাকায় একাধিক বোমা বিস্ফোরণের শব্দ।
- ভোট শুরুর আগেই বাঁকুড়ার সোনামুখীতে আতঙ্কের পরিবেশ।
- ঘাটালে সাই গ্রামের ২৮৯ নম্বর বুথেও CPI(M) পোলিং এজেন্ট জুলফান আলিকে বুথ থেকে অপহরণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস।
- ভোট শুরুর আগে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ঝাঁটিয়ারা প্রাইমারি স্কুলের ১৬৪ ও ১৬৫ নম্বর বুথের CPI(M) এজেন্ট মির্জা সাহাদত ও শেখ আনসারকে অপহরণের অভিযোগ।