প্রথম দফার সেকেন্ড রাউন্ডের ভোটে যেসব হেভিওয়েট কেন্দ্রে নজর থাকবে রাজ্যবাসীর

Updated By: Apr 10, 2016, 08:28 PM IST
 প্রথম দফার সেকেন্ড রাউন্ডের ভোটে যেসব হেভিওয়েট কেন্দ্রে নজর থাকবে রাজ্যবাসীর

 

ওয়েব ডেস্ক: প্রথম দফার সেকেন্ড রাউন্ডের ভোট। বেশ কয়েকটি কেন্দ্রে টি টুয়েন্টির উত্তেজনা। এবার এক নজরে দেখে নেওয়া যাক তিন জেলার নজরকাড়া কেন্দ্র

পশ্চিম মেদিনীপুর
---------
নজরকাড়া কেন্দ্রের মধ্যে রয়েছে
নারায়ণগড়
-------
গড় রক্ষার লড়াইয়ে সূর্যকান্ত মিশ্র। সাতাশি সাল থেকে দুহাজার এগারো,প্রতিবারই  বিধায়ক পদে  জয়ী হয়েছেন সূর্যকান্ত মিশ্র। দুহাজার এগারোর প্রবল পরিবর্তনের ঝড়েও নারায়ণগড়ে  সূর্যোদয় হয়েছে। লড়াই এবার
সূর্যকান্ত মিশ্র(সিপিএম) বনাম প্রদ্যোত্‍ ঘোষ(তৃণমূল)

এবার একটু দেখে যাক নেওয়া গত লোকসভা ও বিধানসভা ভোটে  এই কেন্দ্রের হার-জিতের হিসেব
২০১১ বিধানসভা নির্বাচন
--------------
৭১০৯ ভোটে তৃণমূল  ও কংগ্রেস জোটকে হারিয়ে গড় দখলে রাখেন সূর্যকান্ত

২০১৪ লোকসভা নির্বাচন
----------------
২৬৪০৫ ভোটে এই বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিলেন তৃণমূলের সন্ধ্যা রায়

নজর থাকবে
সবং কেন্দ্রে
লড়াই মানস ভুঁইঞা(কংগ্রেস) বনাম নির্মল ঘোষ(তৃণমূল)

২০১১ বিধানসভা নির্বাচন
----------------
বাম প্রার্থীকে  ১৩,১৮৪ ভোটে পরাজিত করেন কংগ্রেস প্রার্থী মানস ভুঁইঞা

২০১৪লোকসভা নির্বাচন
---------------
এই কেন্দ্রে ৩৭৩৭ ভোটে  লিড পান তৃণমূল  কংগ্রেস প্রার্থী দেব

কেশপুর
-------
কেশপুরে সিপিএমের রামেশ্বর দোলুই বনাম তৃণমূলের শিউলি সাহার লড়াই

খড়গপুর সদর
---------
লড়াই এখানে কংগ্রেসের জ্ঞান সিং সোহন পালের সঙ্গে   বিজেপির দিলীপ ঘোষের
গড়বেতা
লড়াই সিপিএমের সরফরাজ খান বনাম তৃণমূলের  আশিস চক্রবর্তী
এই তিন কেন্দ্রেও লড়াই এবার হাড্ডাহাড্ডি
বাঁকুড়া
-----
বিষ্ণুপুর   
লড়াই এখানে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বনাম কংগ্রেসের তুষারকান্তি ভট্টাচার্যের (কংগ্রেস)

২০১১ বিধানসভা নির্বাচন
-------------------
তৃণমূলকংগ্রেস ওকংগ্রেস জোট প্রার্থী শ্যামাপ্রসাদ মুখার্জি জয়ী হন  ৯৮৫৭ ভোটে। প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিএমের স্বপন ঘোষ।
২০১৪ লোকসভা নির্বাচন
---------------
তৃণমূলের সৌমিত্র খাঁ ২৩৩৩৫ ভোটে এগিয়ে ছিলেন  দুবারের সাংসদ সিপিএমের সুস্মিতা বাউড়ির থেকে

ওন্দা
ওন্দার লড়াই তৃণমূলের অরূপ খাঁ বনাম ফরওয়ার্ড ব্লকের মানিক মুখার্জির

২০১১ বিধানসভা নির্বাচন
------------------
মাত্র ৫৯৬ ভোটে তৃণমূল কংগ্রেস জোট প্রার্থী অরূপ খাঁয়ের কাছে পরাজিত হন ফরওয়ার্ড ব্লক প্রার্থী তারাপদ চক্রবর্তী

২০১৪ লোকসভা নির্বাচন
----------------
১৯০২০ ভোটে এগিয়ে ছিলেন  তৃণমূলের সৌমিত্র খাঁ

বড়জোড়া
বড়জোড়ায় তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী। প্রতিদ্বন্দ্বি সিপিএমের  সুজিত চক্রবর্তী

বর্ধমান
-----
আসানসোল, দুর্গাপুর মিলিয়ে মোট নয় আসনে ভোট।
নজর কাড়া কেন্দ্র
জামুড়িয়া
লড়াইয়ে তৃমমূলের জি শিবদাসন বনাম সিপিএমের  জাহানারা খান
পান্ডবেশ্বর
লড়াই সিপিএমের হেভিওয়েট প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জি বনাম তৃণমূলের জিতেন্দ্রকুমার তেওয়ারির

২০১১ বিধানসভা নির্বাচন
-----------------
৭৮১১ ভোটে জয়ী হয় বাম প্রার্থী  গৌরাঙ্গ চ্যাটার্জি

২০১৪ লোকসভা নির্বাচন
----------------
৯৭১১ ভোটে লিড দেন তৃণমূল প্রার্থী দোলা সেন

আসানসোল উত্তর
ত্রিমুখী লড়াই।
রয়েছেন তৃণমূলের মলয় ঘটক, কংগ্রেসের  ইন্দ্রানী মিশ্র, বিজেপির নির্মল কর্মকার
২০১১ বিধানসভা নির্বাচন
---------------------
৪৭৭৯৩ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেসের জোট প্রার্থী মলয় ঘটক।
 
২০১৪ লোকসভা নির্বাচন
------------
৩০৩০৯ ভোটে লিড পান বিজেপির বাবুল সুপ্রিয়। 

.