ভদ্রেশ্বর:  কাজ বন্ধের নোটিশ দেখে,  ভিক্টোরিয়া জুট মিলের ম্যানেজারকে বেধরক পেটাল  শ্রমিকরা। উত্তেজিক শ্রমিকরা ভাঙচুর চালায় জুট মিলের সিইওর বাংলোতে। আজ সকালে ভদ্রেশ্বরের ভিক্টোরিয়া জুট মিলের হেশিয়ান বিভাগে কাজ বন্ধের নোটিশ দেয় মিল কর্তৃপক্ষ। ওই বিভাগে প্রায় দেড়হাজার শ্রমিক কাজ করেন।  সকালে মিলে এসে  কাজ বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয় পড়েন শ্রমিকরা।

উত্তেজিত শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়ে বেধরক মার খান মিলের  ম্যানেজার জ্ঞানচন্দ্র উপাধ্যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  শ্রমিকরা ভাঙচুর চালায়  ভিক্টোরিয়া জুট মিলের সিইও  আর কে সিংয়ের বাংলোতে। অবস্থা সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিস বাহিনী। মিলের মধ্যে বসানো হয়েছে পুলিস পিকেট। আটক করা হয়েছে দুই জনকে।

 

English Title: 
Victoria jute mill closesd
News Source: 
Home Title: 

ভিক্টোরিয়া জুট মিলে তালা, ম্যানেজারকে বেধরক পেটাল শ্রমিকরা

ভিক্টোরিয়া জুট মিলে তালা, ম্যানেজারকে বেধরক পেটাল শ্রমিকরা
Yes
Is Blog?: 
No
Section: