রোগী জানার আগেই ডাক্তারের কাছে পৌঁছে যাবে অসুস্থতার খবর, নতুন যন্ত্র উদ্ভাবন IIEST-র
রোগী জানার আগেই, ডাক্তার জেনে যাবে রোগী অসুস্থ। নতুন ধরণের যন্ত্র উদ্ভাবন করেছেন শিবপুরের IIESTর বিজ্ঞানীরা। সাধারণ মানুষের ব্যবহারিক জীবনে কাজে লাগবে এমন ১২ টি প্রযুক্তি আবিষ্কারের কথা ঘোষণা করল IIEST।
হাওড়া: রোগী জানার আগেই, ডাক্তার জেনে যাবে রোগী অসুস্থ। নতুন ধরণের যন্ত্র উদ্ভাবন করেছেন শিবপুরের IIESTর বিজ্ঞানীরা। সাধারণ মানুষের ব্যবহারিক জীবনে কাজে লাগবে এমন ১২ টি প্রযুক্তি আবিষ্কারের কথা ঘোষণা করল IIEST।
বাড়িতে বৃদ্ধ বাবা-মা। কাজের তাগিদে আপনি বাড়ির বাইরে। দুশ্চিন্তা রাত-বিরেতে যদি কিছু হয়। দুশ্চিন্তা কী শুধু বাড়ির বাইরে থাকলেই। ঘুমের ঘোরে অজান্তেই তো হতে পারে হার্ট অ্যাটাক। উপায়। নতুন ধরণে যন্ত্র বানিয়েছে আই আই ই এস টি।
রাত্রে ঘুমোচ্ছেন আপনার বাড়িতে, আচমকা দরজায় কড়া নাড়া। ডাক্তার উপস্থিত আপনার ঘরে। নতুন যন্ত্রের সাহায্যে ডাক্তারের কাছে খবর গেছে আপনার বাড়িতে বৃদ্ধ মানুষটি অসুস্থ। নতুন যন্ত্রের মাধ্যমে ডাক্তারের কাছে খবর চলে যাবে ।
কেবল মাত্র হার্ট অ্যাটাকের কথা জানান দেওয়া নয় রান্নাঘরের গ্যাস লিক থেকে, ম্যানহোলে বিষাক্ত গ্যাস আছে কিনা জানা যাবে আই আই ই এস টির উদ্ভাবিত নতুন বারোটি প্রযুক্তি থেকে।