উলুবেড়িয়ায় মেয়ের শ্লীলতাহানি রুখতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত মা

মেয়ের শ্লীলতাহানি রুখতে গিয়ে ফের দুষ্কৃতী হামলায় রক্তাক্ত হলেন মা। সোনারপুরের পর  এবার উলুবেড়িয়ায়। এখনও কেউ ধরা পড়েনি।  চব্বিশ ঘণ্টার মধ্যে পরপর একই ধরনের দুটি ঘটনায়  প্রশ্নের মুখে পুলিসের ভূমিকা।

Updated By: Feb 21, 2015, 10:24 PM IST
উলুবেড়িয়ায় মেয়ের শ্লীলতাহানি রুখতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত মা

ব্যুরো: মেয়ের শ্লীলতাহানি রুখতে গিয়ে ফের দুষ্কৃতী হামলায় রক্তাক্ত হলেন মা। সোনারপুরের পর  এবার উলুবেড়িয়ায়। এখনও কেউ ধরা পড়েনি।  চব্বিশ ঘণ্টার মধ্যে পরপর একই ধরনের দুটি ঘটনায়  প্রশ্নের মুখে পুলিসের ভূমিকা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একদিন আগেই  রাজ্য সরকারকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন রাজ্যপাল। তার চব্বিশ ঘণ্টার মধ্যেই রাজ্যে পরপর  উল্টো ছবি।

বৃহস্পতিবার রাতে সোনারপুরের বনহুগলি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় টিউশন থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন  এক মহিলা।তাঁদের পথ আগলে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে কয়েকজন মদ্যপ দুষ্কৃতী। বাধা দিতে গিয়ে তাদের অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন মা।  শুক্রবার রাতে প্রায়একই ঘটনা ঘটল

উলুবেড়িয়ার শ্যামপুরে। শিবরাত্রির মেলা দেখে ফেরার পথে দুই দুষ্কৃতীর হামলার মুখে পড়েন মা-মেয়ে।

আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলা এখন উলুবেড়িয়া হাসপাতালে চিকিত্‍সাধীন। মহিলাদের ওপর পর পর হামলার  ঘটনায় উদ্বিগ্ন রাজ্য মহিলা কমিশন।

হাসপাতালে মার বেডের পাশে থাকলেও মেয়েটির চোখেমুখে এখনও সেই রাতের আতঙ্ক। অবিলম্বে দুষ্কৃতীদের শাস্তি চাইছে গোটা পরিবার।

 

.