মুখ্যমন্ত্রীর ঘোষণাই সার, গমের বদলে আটা পাচ্ছে না জঙ্গলমহলের তিন জেলা
ব্যুরো: মুখ্যমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও রেশনে গমের বদলে আটা পাচ্ছেন না জঙ্গলমহলের তিন জেলার বাসিন্দারা। সাহায্য করছে না ব্যাঙ্ক, তাই সমস্যা হচ্ছে। দাবি খাদ্যমন্ত্রীর। ময়দা কল ও রেশন ডিলারদের দাবি, এবিষয়ে সরকারি নির্দেশিকাই পৌছয়নি সর্বত্র। ব্যাঙ্কগুলির ভূমিকা নিয়ে কেন্দ্রের কাছে অভিযোগ করে চিঠি পাঠাবেন তিনি, জানিয়েছেন খাদ্যমন্ত্রী। রাজ্যের পিছিয়ে পড়া তিন জেলা পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে দারিদ্রসীমার নীচে থাকা মানুষদের সুবিধার জন্য গমের বদলে আটা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আদৌ কী এই সব জেলার মানুষেরা সেই সুযোগ পাচ্ছেন ?
যদিও খাদ্যমন্ত্রীর গলায়অন্য সুর। তাঁর বক্তব্য, ফ্লাওয়ার মিল মালিক এবং রেশন ডিলারদের সঙ্গে সহযোগিতা করছে না রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। সেকারণে পুরোপুরি চালু করা যাচ্ছে না এই প্রকল্প।
তবে সম্পূর্ণ অন্য কথা বলছেন ওই তিন জেলার ফ্লাওয়ার মিল মালিক ও রেশন ডিলাররা। তাঁদের দাবি, ঘোষণা হলেও এবিষয়ে পৌছয়নি সরকারি নির্দেশিকা।
এভাবেই চলছে পরস্পরের বিরুদ্ধে চাপান উতোর। মাঝে পড়ে গমের বদলে আটা প্রকল্পের সুযোগ পাচ্ছেন না জঙ্গলমহলের তিন জেলার গরিব মানুষ।