Payal Kapadia: দেশ দেয়নি এন্ট্রি! একাই অস্কারের দৌড়ে লড়বে পায়েলের 'অল উই ইমাজিন অ্যাজ লাইট'...
Payal Kapadia: অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচারের জন্য ভারত থেকে এন্ট্রি হিসাবে পাঠানো হয়নি পায়েল কাপাডিয়ার ডেবিউ ফিচার 'অল উই ইমাজিন অ্যাজ লাইট'কে। সম্প্রতি জানা গিয়েছে, এই ছবি বঞ্চিত হয়েও অস্কারের মঞ্চে একাডেমি অ্যাওয়ার্ডে সেরা ছবি, পরিচালক এবং সেরা মৌলিক চিত্রনাট্য-সহ সমস্ত বিভাগের জন্য স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অস্কার, সিনেমা জগতের সবথেকে দামী পুরস্কার এটি। এর তালিকায় মনোনীত হওয়ার জন্য় বিশ্বের নানান পরিচালক থেকে শুরু করে অভিনেতা, সঙ্গীত পরিচালক সকলেই অক্লান্ত পরিশ্রম করে থাকে। চলতি বছর অস্কারে মনোনীত হয়েছে ‘লাপাতা লেডিস’, যা নিয়ে নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেই দৌড় থেকে ছিটকে গিয়েছে এই ছবি।
অন্যদিকে, অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচারের জন্য ভারত থেকে এন্ট্রি হিসাবে পাঠানো হয়নি পায়েল কাপাডিয়ার ডেবিউ ফিচার 'অল উই ইমাজিন অ্যাজ লাইট'কে। সম্প্রতি জানা গিয়েছে, এই ছবি বঞ্চিত হয়েও অস্কারের মঞ্চে একাডেমি অ্যাওয়ার্ডে সেরা ছবি, পরিচালক এবং সেরা মৌলিক চিত্রনাট্য-সহ সমস্ত বিভাগের জন্য স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই সুখবর ছবির সহ-প্রযোজক স্লাইডশো শনিবার ঘোষণা করেছেন।
ফিল্ম ফেডারেশন ইন্ডিয়া 'অল উই ইমাজিন অ্যাজ লাইট'কে বাদ দিয়ে ভারতের অস্কার এন্ট্রি হিসেবে কিরণ রাও-এর লাপাতা লেডিসকে বেছে নিয়েছিল। কিন্তু গত সপ্তাহে সেই ছবি বাদ পড়ে। অন্যদিকে, 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' চলতি বছরের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল যেখানে এটি মর্যাদাপূর্ণ গ্র্যান্ড প্রিক্স পুরস্কার জিতেছে। শুক্রবার, অল উই ইমাজিন অ্যাজ লাইট ফ্লোরিডা ফিল্ম ক্রিটিক সার্কেলে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কারও ঘরে তুলেছে। এটি লন্ডন ফিল্ম ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ডে দুটি মনোনয়ন পেয়েছে - বছরের সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র এবং বছরের সেরা চলচ্চিত্র।
পরপর এতগুলি স্বীকৃতি পায়েল কাপাডিয়ার ছবির জন্য মান আরও বাড়িয়ে তুলেছে। 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' ২০২৪ গোথাম অ্যাওয়ার্ডস, নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন, সান দিয়েগো ফিল্ম ক্রিটিকস সোসাইটি, ফিনিক্স ক্রিটিকস সার্কেল, টরন্টো ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন, লুমিয়ের অ্যাওয়ার্ডস এবং এশিয়াতে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হিসাবে মনোনীত হয়েছিল।
প্রসঙ্গত, অল উই ইমাজিন অ্যাজ লাইটকে কেন পাঠানো হয়নি ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে? এই নিয়ে বহু বিতর্ক তৈরি হয়েছিল। এই নিয়ে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার অন্যতম জুরি জাহ্নু বড়ুয়া জানিয়েছিলেন, জুরির মনে হয়েছে পায়েল কাপাডিয়ার ছবিটি টেকনিক্যালি খুবই দুর্বল।
উল্লেখ্য, মুম্বইয়ে থাকা দুই মালয়ালি নার্সের গল্প ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। সংসারে বিরক্ত হয়ে রোড ট্রিপে বেরিয়ে পড়ে তারা। এর পরই ঘটে নানা ঘটনা। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে কানি কুসরতি, দিব্যা প্রভা, ছায়া কদম ও হৃদু হারুন-সহ আরও অনেককে৷
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)