Bangladesh: রূপপুর বিদ্যুত্‍ প্রকল্পে কোটি কোটি টাকা তছরুপ, হাসিনা-সজীব-টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু

Bangladesh:  ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের চুক্তিতে মধ্যস্থতা করেন টিউলিপ।  যেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল

Updated By: Dec 23, 2024, 02:05 PM IST
Bangladesh: রূপপুর বিদ্যুত্‍ প্রকল্পে কোটি কোটি টাকা তছরুপ, হাসিনা-সজীব-টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পারমাণবিক বিদ্যুত্‍ কেন্দ্র তৈরি করতে গিয়ে ৫ বিলিয়ন ডলার তছরুপ। মোট বরাদ্দ ১২.৬৫ বিলিয়ন ডলার। তার প্রায় অর্ধেকই হাপিস। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুত্‍ কেন্দ্র তৈরিতে ওই বিপুল টাকা আত্মসাতের তদন্তে তৈরি হয়ে গেল একটি কমিশন। অভিযোগের আঙুল উঠেছে শেখ হাসিনা, হাসিনার ছেলে সজীব ওয়াজেদ ও হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। এর পাশাপাশি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ অফিসের ‘ন্যায় এবং নৈতিকতা দল’।

আরও পড়ুন-উঠে যাচ্ছে নৌকো, পুলিস ইউনিফর্মের খোলনোলচে বদলে যাচ্ছে বদলের বাংলাদেশে

অভিযোগ, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয় এবং বোনঝি টিউলিপ সিদ্দি মালয়েশিয়ার অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ স্থানান্তর করেছেন। এছাড়া টিউলিপ সিদ্দিকের পরিবারকে যুক্ত করে আরও একটি অভিযোগে বলা হয়েছে। তারা ভুয়ো কোম্পানি "প্রচ্ছায়া লিমিটেড" এবং যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত "জুমানা ইনভেস্টমেন্ট" এর মাধ্যমে মোটা টাকা পাচার করেছেন। এই প্রকল্পটি বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে শুরু হলেও দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের চুক্তিতে মধ্যস্থতা করেন টিউলিপ।  যেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল। মূলত টিউলিপ সিদ্দিকের মাসি শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন যে ব্যাপক তদন্ত শুরু করেছে তারই আওতায় পড়েছেন টিউলিপ সিদ্দিক।

দুদক শেখ হাসিনার বোন শেখ রেহানাসহ তাদের পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ২০ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে স্বৈরশাসক হিসেবে দেখা হয়, তার সরকার কঠোরভাবে ভিন্নমত দমন করত। প্রসঙ্গত, টিউলিপ সিদ্দিক ২০১৫ সালে উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেইট আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। এই আসনটি প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের আসন হবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাসের লাগোয়া।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.