আধার কার্ড না পেয়ে উলুবেড়িয়া পৌরসভায় ভাঙচুর চালালেন সাধারণ মানুষ
আধার কার্ড না পেয়ে উলুবেড়িয়া পৌরসভায় ভাঙচুর চালালেন সাধারণ মানুষ। তিরিশে জুলাইয়ের বদলে আজ আধার কার্ড দেওয়া হবে বলে আগেই জানিয়েছিল পৌরসভা। সেইমতো আজ পৌরসভার বাইরে লাইন দেন আধার কার্ড না পাওয়া বত্রিশটি ওয়ার্ডের মানুষ। অভিযোগ, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও মেলেনি আধার কার্ড।
ওয়েব ডেস্ক: আধার কার্ড না পেয়ে উলুবেড়িয়া পৌরসভায় ভাঙচুর চালালেন সাধারণ মানুষ। তিরিশে জুলাইয়ের বদলে আজ আধার কার্ড দেওয়া হবে বলে আগেই জানিয়েছিল পৌরসভা। সেইমতো আজ পৌরসভার বাইরে লাইন দেন আধার কার্ড না পাওয়া বত্রিশটি ওয়ার্ডের মানুষ। অভিযোগ, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও মেলেনি আধার কার্ড।
আরও পড়ুন- বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে কেমন থাকবে কলকাতা ও জেলাগুলোর আবহাওয়া?
এরপরই পৌরসভার শববাহী গাড়ি ও দাঁড়িয়ে থাকা অন্যান্য গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ভাঙচুর চলে পৌরসভার স্বাস্থ্যভবন সহ অন্যান্য অংশে। অবরোধ করা হয় ওটি রোড। ঘটনায় এক পুলিসকর্মী আহত হন। উল্লেখ্য, কিছুদিন আগেই কেন্দ্র-রাজ্য বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে জানায় যে রাজ্যে অনেকেরই এখনও আধার কার্ড নেই, তাই যেকোনও সরকারি কাজে আধারকার্ড বাধ্যতামূলক করা এখনই সম্ভব নয়। কেন্দ্র যেন এই সময়সীমা বাড়ায়।