ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা

বিষাক্ত ওষুধ দিয়ে জমির ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির কোলাসেনি গ্রামের তৃণমূল নেতা। জমির মালিক তাপস মাইতি  আগে সিপিএম করতেন। কয়েকদিন আগে স্থানীয় তৃণমূল ব্লক সভাপতির হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন।

Updated By: Aug 16, 2016, 01:52 PM IST
ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক: বিষাক্ত ওষুধ দিয়ে জমির ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির কোলাসেনি গ্রামের তৃণমূল নেতা। জমির মালিক তাপস মাইতি  আগে সিপিএম করতেন। কয়েকদিন আগে স্থানীয় তৃণমূল ব্লক সভাপতির হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন।

আরও পড়ুন- চুরির অপবাদে বাবা ও ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ

অভিযোগ, এরপর থেকেই চাপ বাড়তে থাকে  তাঁর ওপর। তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়। না দিতে পারায় এই ঘটনা বলে অভিযোগ জমিমালিক তাপস মাইতির। শুধু ফসল নষ্টই নয়, জমির উর্বরতাও নষ্ট করা হয়েছে বলেও অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতা শ্রীকান্ত মাইতির নামে দুবার অভিযোগ দায়ের হয়েছে। যদিও ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত।

আরও পড়ুন- কাঁথি খুনের মামলায় সুপারিকিলারদের দিয়ে ঘটনার পুনর্নির্মান করাল পুলিস

.