WATCH | Sunita Williams Christmas: সুদূর মহাকাশেই সুনীতাদের বড়দিন পালন! ক্রিসমাস ট্রি, সান্তা-টুপি এইসব আসল কোথা থেকে?
Sunita Williams Christmas: তাঁদের বক্তব্য খুবই স্পষ্ট - সুনীতাদের প্রাথমিকভাবে মহাকাশে পাঠানো হয়েছিল মাত্র আটদিনের জন্য। তাহলে ওই দুই বিজ্ঞানী কীভাবে একের পর এক উৎসব মহাকাশেই পালন করছেন?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি নাসা-র পক্ষ থেকে সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরের ক্রিসমাস সেলিব্রেশনের ছবি ও ভিডিয়ো প্রকাশ করা হয়। আরও দুই মহাকাশচারীকেও দেখা গিয়েছে। যাঁরা সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছন। এবং সেই ছবি ও ভিডিয়ো নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। সেখানে সুনীতা সহ সকলের মাথায় দেখা যাচ্ছে সান্তা টুপি সহ ক্রিসমাস ট্রি। এইসব আসল কোথা থেকে? দীর্ঘদিন ধরে তো মহাকাশে আটকে পড়ে আছেন তাঁরা। উল্লেখ্য, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের থ্যাঙ্কস গিভিংয়ের অনুষ্ঠানও পালন করেছেন সুনীতা ও বুচ।
To everyone on Earth, Merry Christmas from our @NASA_Astronauts aboard the International @Space_Station. pic.twitter.com/GoOZjXJYLP
— NASA (@NASA) December 23, 2024
তাঁদের বক্তব্য খুবই স্পষ্ট - সুনীতাদের প্রাথমিকভাবে মহাকাশে পাঠানো হয়েছিল মাত্র আটদিনের জন্য। তাহলে ওই দুই বিজ্ঞানী কীভাবে একের পর এক উৎসব মহাকাশেই পালন করছেন? নাসা জানিয়েছে, সুনীতাদের ফেরানো সম্ভব না হলেও গত নভেম্বর মাসের শেষ দিকে স্পেসএক্স-এর মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ৩ টন ওজনের একটি পার্সেল পাঠানো হয়! তার মধ্যেই আইএসএস-এর বর্তমান বাসিন্দাদের প্রয়োজনীয় অন্য়ান্য সামগ্রীর পাশাপাশি ক্রিসমাসের উপহার, বিশেষ খাবার, সান্তার টুপি, এমনকী ক্রিসমাস ট্রি পর্যন্ত পাঠানো হয়েছিল।
আরও পড়ুন: PIC | Viral News: ... বেচেই মহিলা কোটিপতি, ক্রিয়েটরের ৬ ফুট ১ ইঞ্চিতেই পুরুষদের থেরাপি
সুনীতাদের জন্য ক্রিসমাস স্পেশাল খাবার হিসাবে নাসা-র তরফে পাঠানো হয়েছে, হ্যাম, টার্কি, আলু, নানা ধরনের সবজি, বিভিন্ন ধরনের পাই এবং কুকিজ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)