পাহাড় সচল রাখতে বাসে চড়ে আসরে দুই মন্ত্রী

পাহাড়ের জনজীবন সচল রাখতে এ বার আসরে নামলেন রাজ্যের দুই মন্ত্রী। পাহাড়ে জনজীবন সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। রাস্তায় নামানো হয়েছে ২০০ টি সরকারি ও বেসরকারি যানবাহন। ইতিমধ্যেই বাস নিয়ে পাহাড়ের উদ্দেশে রওনা দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 

Updated By: Aug 14, 2013, 12:14 PM IST

পাহাড়ের জনজীবন সচল রাখতে এ বার আসরে নামলেন রাজ্যের দুই মন্ত্রী। পাহাড়ে জনজীবন সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। রাস্তায় নামানো হয়েছে ২০০ টি সরকারি ও বেসরকারি যানবাহন। ইতিমধ্যেই বাস নিয়ে পাহাড়ের উদ্দেশে রওনা দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 
যানবাহন চালানোর পাশাপাশি আজ পাহাড়ের ১১টি জায়গা থেকে রেশন বিলিরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৫ই অগাস্টও রেশন দোকানগুলি খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রেশন দোকান বন্ধ রাখলে লাইসেন্স বাতিলের নির্দেশ দিয়েছে প্রশাসন। 

.