ফুলিয়ায় বনধ, গ্রেফতার তৃণমূল সমর্থক

নদিয়ার ফুলিয়ায় ব্যবসায়ী খুনের ঘটনায় এক তৃণমূল কংগ্রেস সমর্থককে গ্রেফতার করল পুলিস। ধৃতকে চার দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই খুনের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সমর্থিত কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ১২ ঘণ্টা ফুলিয়া বনধ পালন করা হয়। সাড়া মিলেছে সর্বাত্মক। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ওই ব্যবসায়ী খুন হয়েছেন বলে অভিযোগ।  

Updated By: Oct 26, 2012, 09:23 PM IST

নদিয়ার ফুলিয়ায় ব্যবসায়ী খুনের ঘটনায় এক তৃণমূল কংগ্রেস সমর্থককে গ্রেফতার করল পুলিস। ধৃতকে চার দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই খুনের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সমর্থিত কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ১২ ঘণ্টা ফুলিয়া বনধ পালন করা হয়। সাড়া মিলেছে সর্বাত্মক। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ওই ব্যবসায়ী খুন হয়েছেন বলে অভিযোগ।  
কাঠ ব্যবসায়ী দীপক ঘোষের খুনের প্রতিবাদে শুক্রবার সকাল থেকে বনধ পালিত হয় ফুলিয়ায়। দোকান-বাজার প্রায় সবই কার্যত বন্ধ ছিল। রাস্তাঘাট শুনশান। বনধের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস সমর্থিত ব্যবসায়ী সমিতি। নিহত দীপক সরকার তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই খুন বলে অভিযোগ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে নরোত্তম ঘোষ নামে এক তৃণমূল সমর্থককে গ্রেফতার করে পুলিস। ফুলিয়া টাউনশিপের প্রধান রঘু রায় সহ আরও বেশ কয়েকজন তৃণমূল সমর্থকের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে।        
 
 

.