কালনায় আক্রান্ত তৃণমূল কর্মী-সমর্থকরা

ভোটে হেরে যাওয়ার পর তৃণমূল কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। দুষ্কৃতীদের বোমাবাজিতে ১৮ জন তৃণমূল সমর্থক গুরুতর জখম হয়েছেন। কালনার পাটদুপসা গ্রামের এই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিস। একটি চায়ের দোকানে বসেছিলেন প্রায় ২৫ জন তৃণমূল কর্মী সমর্থক।

Updated By: Jul 31, 2013, 11:38 AM IST

ভোটে হেরে যাওয়ার পর তৃণমূল কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। দুষ্কৃতীদের বোমাবাজিতে ১৮ জন তৃণমূল সমর্থক গুরুতর জখম হয়েছেন। কালনার পাটদুপসা গ্রামের এই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিস। একটি চায়ের দোকানে বসেছিলেন প্রায় ২৫ জন তৃণমূল কর্মী সমর্থক।
তাঁদের অভিযোগ, পরাজিত কংগ্রেস প্রার্থী নাজিরা বেগমের স্বামী খয়রুল মল্লিক দলবল নিয়ে এসে হামলা চালিয়েছে। প্রায় ৩৫টি বোমা ফাটানো হয় বলে অভিযোগ। ঘটনার পরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিস গ্রামে ঢুকে তল্লাসি চালায়। তাদের যৌথ অভিযানে ২৫টি তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

.