নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে কমিশনের কোপে তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়

নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে কমিশনের কোপে বর্ধমানের পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। জনসভায় বির্তকিত মন্তব্যের অভিযোগে বিধায়ককে শোকজ করল কমিশন।

Updated By: Apr 1, 2014, 10:57 PM IST

নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে কমিশনের কোপে বর্ধমানের পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। জনসভায় বির্তকিত মন্তব্যের অভিযোগে বিধায়ককে শোকজ করল কমিশন।

গত ১১ মার্চ দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে তপন বাবু বলেন, পূর্বস্থলী এলাকায় কংগ্রেস,বিজেপি, সিপিআইএম কোনও দলের এজেন্টকেই বসতে দেবেন না তিনি। এজেন্ট থাকবে শুধু তাঁর দলের।

এরপরেই নির্বাচন কমিশনে তপন চট্টোপাধ্যায়ের নামে হুমকি ও ভীতি প্রদর্শনের অভিযোগ দায়ের করেন কাটোয়ার কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পুলিসের রিপোর্ট পেয়ে কাটোয়ার মহকুমা শাসক বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শোকজের নির্দেশ দেন।

.