Tiger in Purulia: বাগে আসছে না বাঘ! বাঘ-যুদ্ধে বন দফতরের হাতে এবার নয়া অস্ত্র 'হাই ফ্রিকোয়েন্সি অ্যান্টেনা'...

Tiger Jamuna in Raika Forest: বারবার জায়গা পরিবর্তন করছে বাঘিনী। তবে ঘুরে-ফিরে সে ঠাঁই নিচ্ছে সেই রাইকা পাহাড়ের গহিন অরণ্যেই। এদিকে তাকে ঠিকমতো ট্র্যাক করতে না পেরে নাজেহাল বন দফতর।

Updated By: Dec 26, 2024, 04:13 PM IST
Tiger in Purulia: বাগে আসছে না বাঘ! বাঘ-যুদ্ধে বন দফতরের হাতে এবার নয়া অস্ত্র 'হাই ফ্রিকোয়েন্সি অ্যান্টেনা'...

মনোরঞ্জন মিশ্র: বারবার জায়গা পরিবর্তন করছে বাঘিনী। তবে ঘুরে-ফিরে সে ঠাঁই নিচ্ছে সেই রাইকা পাহাড়ের গহিন অরণ্যেই। এদিকে তাকে ঠিকমতো ট্র্যাক করতে না পেরে নাজেহাল বন দফতর।

আরও পড়ুন: World’s Worst Tsunami: ৯.৩ মাত্রার ভূমিকম্প! ৩০ মিটার উঁচু ঢেউ! 'বক্সিং ডে সুনামি'ই কি ইতিহাসের ভয়ংকরতম বিপর্যয়?

তবে হাল ছাড়েনি তারা। বান্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গলে থাকা বাঘিনীর বর্তমানে সঠিক অবস্থান জানতে জঙ্গলে পৌঁছল বন দফতরের টিম। বাঘিনীকে নতুন কৌশলে খাঁচাবন্দি করতে চ্যালেঞ্জ নিয়ে নামছে এবার বনবিভাগ। এবার হাই ফ্রিকোয়েন্সি অ্যান্টেনা দিয়ে বাঘিনীর গলায় ঝোলানো রেডিও কলারের অবস্থান সার্চ করে বিগ ক্যাটের গতিবিধি জানার চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা।

রাহামদা জঙ্গলে বাড়ানো হল ফাঁদের সংখ্যা। টোপ হিসেবে নিয়ে আসা হল দেশি ছাগল। বনকর্মীদের দুটি টিম পৌঁছলো এলাকায় । গত চারদিন ধরে ওই বাঘিনী পুরুলিয়ার বান্দোয়ানের কেশরা জঙ্গল, রাইকা জঙ্গল, পোপো জঙ্গল, লেদাশিলি জঙ্গল, রাহামদা-লাগোয়া ভাড়ারিয়ার জঙ্গলে ঘুরে ঘুরে শিকার করে রাইকা পাহাড়ের জঙ্গলেই ঠাঁই নিয়েছে।

সেই পাহাড়ে রয়েছে বেশ কয়েকটি গুহা। বন দফতরের প্রাথমিক অনুমান, সেই রকম কোনও পাহাড়ের গুহাতেই আশ্রয় নিয়েছে বাঘিনী। তাই টোপ দিয়ে ফাঁদ পেতে রাইকা পাহাড়ের জঙ্গল থেকে বাঘিনীকে বের করে খাঁচাবন্দি করার চেষ্টা শুরু করেছে বন বিভাগ । জঙ্গলের বেশ কয়েকটি এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে বন দফতরের পক্ষ থেকে। গত দুদিনে রাহামদা জঙ্গলে আনাগোনা বেড়েছে ওই বাঘিনীর। গ্রামবাসীদের বেশ কয়েকটি ছাগলের উপর হামলা চালিয়েছে সে। এখনও গ্রামবাসীদের বহু ছাগল নিখোঁজ রয়েছে। তাই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। নিজেরা তো বটেই, ছাগল থেকে শুরু করে সমস্ত গবাদি পশুকেও তাই গৃহবন্দি করে রেখেছেন গ্রামের সাধারণ মানুষজন। বন দফতর জঙ্গল-লাগোয়া এলাকা জাল দিয়ে ঘিরে ফেলেছে, জঙ্গলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

আরও পড়ুন: EXPLAINED | Azerbaijan Plane Crash Updates: ভয়ংকর বিমান-দুর্ঘটনায় মৃত্যু ৩৮! মৃত্যুকে সামনে থেকে দেখে জীবনে ফিরলেন ৩২...

গতকাল বড়দিনের উৎসবেও ঘোরতর ভাবে ছিল বাঘিনী-আতঙ্ক! তাই গতকাল সারাদিন পর্যটকশূন্যই ছিল পুরুলিয়ার বান্দোয়ান। খাঁ খাঁ করছিল গোটা জঙ্গল-এলাকা। ছিল না চড়ুইভাতির আয়োজন, ছিল না আড্ডা-গানবাজনা। ছিল না ঘোরা-ফেরাও। বেশ শুনশান ছিল বান্দোয়ান এলাকার কেশরা, রাইকা, রাহামদার মতো অফবিট জায়গাগুলি। ছিলেন শুধু বনকর্মী, পুলিস ও বাঘ বিশেষজ্ঞেরা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.