Sonu Sood: 'মুখ্যমন্ত্রী হওয়ার অফার ছিল, কিন্তু...', প্রস্তাব পেয়ে সোনু সুদ জানিয়েছিলেন...!
Sonu Sood: অনেকের মনে হয় তাঁর মতো মানুষ যদি জনপ্রতিনিধি হন তাহলে মন্দ হয় না। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সোনু সুদ সেসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মানুষের 'মাসিহা' সোনু সুদ নাকি রাজনীতির সঙ্গে যোগাযোগ না রেখেও মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন। ২০১৯-এ কোভিড মহামারীর সময় মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন অভিনেতা তাতে অনেকের মনে হয়েছিল তাঁর মতো মানুষ যদি জনপ্রতিনিধি হন তাহলে মন্দ হয় না। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সোনু সুদ সেসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
এদিন সে প্রসঙ্গেই কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী হওয়ার প্রসঙ্গ আনেন অভিনেতা। আসন্ন ছবি ‘ফতেহ’ এর প্রচারের সময় সোনু সুদ রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, 'আমাকে এমনকি মুখ্যমন্ত্রীর পদের প্রস্তাবও দেওয়া হয়েছিল। আমি সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় উপমুখ্যমন্ত্রী হতে বলা হয়। দেশের অনেক বড় বড় ব্যক্তিত্বরা আমাকে রাজ্যসভায় আসন দিতে চেয়েছিলেন। কিন্তু আমি সবটাই প্রত্যাখান করেছি। কারণ কোনও কিছুর জন্য আমার লড়াইয়ের দরকার নেই।'
তিনি আরও বলেন, 'মানুষ দুটি কারণে রাজনীতিতে যোগ দেয়, অর্থ উপার্জন বা ক্ষমতা লাভের জন্য। আমি তাদের কোনটিতেই আগ্রহী নই। যদি এটি লোকেদের সাহায্য করার বিষয়ে হয়, আমি ইতিমধ্যেই তা করছি। এটার জন্য এখন আমার কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। আমি যদি কাউকে সাহায্য করতে চাই তবে আমি নিজেই তা করি। আমায় অন্য কারও কাছে দায়বদ্ধ হতে হবে, এই বিষয়টিকে আমি ভয় পাই। আমি আমার স্বাধীনতা হারানোর ভয় করি।'
আরও পড়ুন, Accident Death: মর্মান্তিক দুর্ঘটনা! ১৬ বছরেই প্রাণ হারালেন তরুণ চিত্রতারকা! চলন্ত গাড়ি থেকে পড়ে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)