লুয়ের মাঝেই মুনমুনের প্রচার, পুজো দিলেন কালীমন্দিরে
গনগনে রোদ। তারইমধ্যে সভা করলেন তৃণমূলের তারকা প্রার্থী মুনমুন সেন। দিনকয়েক আগে বাঁকুড়ায় যখন সভা করেছেন তখনও তাপমাত্রা চল্লিশ পেরোয়নি। এই অসহ্য গরমেও তারকা প্রার্থীর সভা ঘিরে উদ্দীপনা ছিল যথেষ্টই।
গনগনে রোদ। তারইমধ্যে সভা করলেন তৃণমূলের তারকা প্রার্থী মুনমুন সেন। দিনকয়েক আগে বাঁকুড়ায় যখন সভা করেছেন তখনও তাপমাত্রা চল্লিশ পেরোয়নি। এই অসহ্য গরমেও তারকা প্রার্থীর সভা ঘিরে উদ্দীপনা ছিল যথেষ্টই।
বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুনমুন সেন। মঙ্গলবার সভায় যাওয়ার আগে গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়লেন রানিগঞ্জের মঙ্গপুরের মাজার শরিফে। পীরবাবার মাজারে গিয়ে চাদর জড়িয়ে রওনা দিলেন মেজিয়ার পথে।
মেজিয়ায় সভায় পৌছনোর আগে ফের থামল গাড়ি। মুনমুন সেন আচমকাই ঢুকে পড়লেন একটি কালীমন্দিরে। মন্দিরে পুজো দিয়ে বেলা এগারোটা নাগাদ পৌছলেন সভায়। মঞ্চে উঠেই ভোটারদের মন জয়ে চলে গেলেন মায়ের ছবির সামনে। ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন প্রয়াত সুচিত্রা সেনকে। তারপর ভাষণ একেবারে রাজনীতিকদের ঢঙে ।
স্ত্রী-র ভোটপ্রচারে এদিনের সঙ্গী স্বামী ভরত দেববর্মা। মেজিয়া থেকে গন্তব্য শালতোড়া। কিন্তু ততক্ষণে রোদ আরও চড়েছে। বইছে লু । শালতোড়ায় চারটে নাগাদ সভা শুরুর কথা থাকলেও সভা শুরু হতে পাঁচটা গড়িয়ে যায়। গরমের হলকা এড়িয়ে সাড়ে পাঁচটা নাগাদ সভায় পৌছন মুনমুন। ততক্ষণে হাজির বহু মানুষ। মিনিট পাঁচেকের বক্তৃতায় মায়ের স্মৃতি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রসঙ্গছিল তার সম্বল।
সভা সেরে রওনা দেন বাঁকুড়া শহর লাগোয়া পুয়াবাগানে। দ্বিতীয় দফায় বাঁকুড়ায় চারদিন থাকার কথা মুনমুন সেনের। প্রতিদিন নির্বাচনী কেন্দ্রের বিভিন্ন জায়গায় তিনটি করে সভা করবেন মুনমুন সেন।