হলদিয়ার হারে প্রকাশ্যে এল তৃণমূলের ওপরতলার গোষ্ঠী কোন্দল

হলদিয়া পুরভোটে হারের পর যুব সভাপতির দায়িত্ব থেকে সরতে চেয়েছেন শুভেন্দু অদিকারী। কারও নাম না-বলেও এই হারের জন্য আঙুল তুলেছেন দলেরই আরও এক গুরুত্বপূর্ণ নেতার দিকে। আসলে কাকে ইঙ্গিত করতে চেয়েছেন শুভেন্দু? তৃণমূল শিবিরে এখন এই জল্পনাই তীব্র।

Updated By: Jun 6, 2012, 11:27 PM IST

হলদিয়া পুরভোটে হারের পর যুব সভাপতির দায়িত্ব থেকে সরতে চেয়েছেন শুভেন্দু অদিকারী। কারও নাম না-বলেও এই হারের জন্য আঙুল তুলেছেন দলেরই আরও এক গুরুত্বপূর্ণ নেতার দিকে। আসলে কাকে ইঙ্গিত করতে চেয়েছেন শুভেন্দু? তৃণমূল শিবিরে এখন এই জল্পনাই তীব্র।
হলদিয়া পুরভোটে হেরে গেছে তৃণমূল। ভোটযুদ্ধের সেনাপতি ছিলেন শুভেন্দু অধিকারী। হারের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, "হারলেও আমাদের আসন বেড়েছে। তাই এটা বিপর্যয় নয়, পরাজয়।"
 
যতই দায়ভার তিনি নিজের কাঁধে তুলে নিননা কেন, দলের মধ্যে শুরু হয়ে গেছে তীব্র চাপানউতোর। প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ছবিটাও। এই ছবিটাও খুব একটা অজানা নয়। মেদিনীপুরের বুকে শুভেন্দু-শিউলির লড়াই চলছিল প্রকাশ্যেই। শিউলির বিস্ফোরক মন্তব্যের পর নড়েচড়ে ওঠে গোটা তৃণমূল শিবির। পাল্টা তোপ দাগা শুরু হয় অধিকারী পরিবারের তরফেও।
 
কিন্তু জল্পনা শুরু হয় শিউলি সাহা কি শুধুই একা? নাকি এর পিছনে রয়েছে কোনও বড় রাজনৈতিক খুঁটি। রাজ্য-রাজনীতির নিরিখে শুভেন্দু অধিকারীর সঙ্গে মুকুল রায়ের যে সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিনের। এমনকি হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হওয়ার পর জাহাজ মন্ত্রকের বিরুদ্ধে বেশ কয়েকবার মুখ খুলতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। সে সময় এই মন্ত্রকের দায়িত্বভার ছিল মুকুল রায়ের হাতেই। শুভেন্দু অধিকারীর এই প্রকাশ্য বিবৃতি  রীতিমতো আলোড়ন তৈরি করেছিল তৃণমূল শিবিরে। হলদিয়া-পাশকুড়া পুরভোটেও শুভেন্দু অধিকারীর সঙ্গে শিউলি সাহার প্রার্থী বাছাইকে কেন্দ্র করে যে গণ্ডগোল তার পিছনেও মুকুল রায়ের প্রচ্ছন্ন মদত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেননা অনেকে। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল তীব্র আকার ধারণ করেছে। হলদিয়ায় হারের পর প্রকাশ্য মঞ্চে শুভেন্দুবাবু বলেন, "মেদিনীপুরের বাইরে সভা করলেও আমার সভায় লোক হয়। তাই কলকাতার অনেকের চক্ষুসূল আমি। তারা বলছেন এই হার তৃণমূলের হার নয়, ব্যক্তি শুভেন্দু অধিকারীর হার। আমি তা মেনে নিচ্ছি।"
 
হলদিয়ায় বাম ও কুপার্সে কংগ্রেসের কাছে হেরে একটু হলেও চাপে তৃণমূল নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ই বারবার স্বীকার করেছেন নিচের তলায় গোষ্ঠী কোন্দল রয়েছে। কিন্তু ওপরের তলায় সবাই সমান। সত্যিই কী তাই? তৃণমূলের ঘরে এখন এটাই প্রশ্ন।

.